meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: পূজারা অপরাজিত ১৩২, ২৭৩ রানে অলআউট ভারত, লিড ২৭ রানের

Followers

পূজারা অপরাজিত ১৩২, ২৭৩ রানে অলআউট ভারত, লিড ২৭ রানের

<strong>সাউদাম্পটন</strong>: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিল ভারতীয় দল। সৌজন্যে তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পূজারা (১৩২)। তিনি অপরাজিত শতরান করে দলকে ভাল জায়গায় রেখে দিলেন। পূজারার জন্যই লিড নিতে সক্ষম হল ভারতীয় দল। টেস্টে এটি পূজারার ১৫-তম শতরান। ইংল্যান্ডের হয়ে অসাধারণ বোলিং করেন মইন আলি। তিনি পাঁচ উইকেট নেন। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ৬। ক্রিজে অ্যালেস্টার কুক (২) ও কিটন জেনিংস (৪)। আজ প্রথম সেশনে দুই ওপেনার লোকেশ রাহুল (১৯) ও শিখর ধবনের (২৩) উইকেট হারালেও, অধিনায়ক বিরাট কোহলি (৪৬) ও পূজারার সাবলীল ব্যাটিংয়ের সুবাদে ভাল জায়গায় চলে যায় ভারতীয় দল। এদিন টেস্টে ৬,০০০ রান পূরণ করেন ভারতের অধিনায়ক। দিনের তৃতীয় সেশনে বিরাট আউট হয়ে গেলেও, পূজারা ধৈর্য্য ধরে ক্রিজে টিকে থাকেন। তিনিই ছিলেন দলের ভরসা। সেই ভরসার যোগ্য মর্যাদা দিলেন এই ডান হাতি ব্যাটসম্যান। গতকাল এই টেস্টের প্রথম দিন ২৪৬ রানে প্রথম ইনিংস শেষ করে ইংল্যান্ড। লড়াই করেন একমাত্র স্যাম কুরান (৭৮)। এছাড়া আর কোনও ব্যাটসম্যানই অর্ধশতরান করতে পারেননি। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ তিনটি এবং ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন দু’টি করে উইকেট নেন। হার্দিক পাণ্ড্য একটি উইকেট নেন। গতকাল দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ১৯। আজ সকালে শুরুতে রাহুলকে ফেরান স্টুয়ার্ট ব্রড। এরপর পূজারাকে সঙ্গী করে দলের রান বাড়ান ধবন। তবে তিনিও ব্রডের শিকার হন। এরপর পূজারাকে নিয়ে দলের হাল ধরেন বিরাট। এই জুটিতে ৯২ রান যোগ হয়। মধ্যাহ্নভোজের বিরতিতে বিরাটদের রান ছিল ২ উইকেটে ১০০। বিরাট আউট হয়ে যাওয়ার পর ফিরে গিয়েছেন অজিঙ্কা রাহানে (১১) ও ঋষভ পন্থ (০)। ২৯ বল খেলেও কোনও রান করতে পারেননি ঋষভ। তিনি ফিরে যাওয়ার পরেই ভারতের লোয়ার অর্ডারে ধস নামে। একে একে ফিরে যান হার্দিক পাণ্ড্য (৪), অশ্বিন (১), শামি (০) ও ইশান্ত শর্মা (১৪)। এর মধ্যে অশ্বিন ও শামিকে পরপর দু’বলে ফেরান মইন। বুমরাহ ৬ রান করেন। মইনের পাঁচ উইকেটের পাশাপাশি তিন উইকেট নেন ব্রড। এছাড়া বেন স্টোকস ও স্যাম কুরান একটি করে উইকেট নেন।  

from home https://ift.tt/2PuEfXt

No comments:

Post a Comment

Please let me know