<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> সেতু-বিপর্যয়ের জের। মাঝেরহাটে অনির্দিষ্টকালের জন্য মেট্রোর কাজ বন্ধের নির্দেশ রাজ্য সরকারের। বন্দর যাওয়ার জন্য সেতুর উপর দিয়ে ১০-এর বেশি চাকার গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাঝেরহাট সেতু বিপর্যয়ের অব্যবহিত পর বৃহস্পতিবার নবান্নে উচ্চ-পর্যায়ের বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে স্থির হয়, আপাতত মাঝেরহাট সেতু সংলগ্ন মেট্রোর কাজ বন্ধ থাকবে। যতক্ষণ মনিটরিং সেল রিপোর্ট না দিচ্ছে, ততক্ষণ মেট্রো রেলের কাজ বন্ধ থাকবে। তিনি বলেন, খড়গপুর আইআইটি ব্রিজ খতিয়ে দেখেছে। রিপোর্ট পেলে ভাবনাচিন্তা করা হবে। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে তদন্তের পর দোষীকে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘মাঝেরহাট ব্রিজ কলকাতা পোর্ট তৈরি করেছিল। পরে তা পিডব্লুডি-র হাতে যায়। তাঁর দাবি, ব্রিটিশরা প্রচুর ভালো ব্রিজ তৈরি করেছিল। কিন্তু, কিছু ব্রিজের কাগজপত্র পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী জানান, মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, ব্রিজ নজরদারি সেল তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, মাঝেরহাট ব্রিজ কংগ্রেস আমলে তৈরি হয়েছিল, ফলে বর্তমান সরকারের কিছু করার নেই। বলেন, আমাদের কিছু করার নেই। এদিন ফের মাঝেরহাট সেতু দুর্ঘটনার জন্য মেট্রো রেলকে কাঠগড়ায় দাঁড় করান মুখ্যমন্ত্রী। বলেন, মেট্রোর কাজে সমস্যা হতে পারে মাঝেরহাট ব্রিজের। মেট্রো কর্তৃপক্ষের রাজ্যকে জানানো উচিত ছিল। এটা পুরোটাই তো মেট্রো-রাজ্যের মধ্যে সমঝোতা। মেট্রোর কাজের সময় কম্পন হচ্ছে, তার জন্য ব্রিজে সমস্যা হতে পারে। তদন্তে কমিটি খতিয়ে দেখে জানাবে। পাশাপাশি, সেতু নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। তিনি বলেন, কেএমডিএ-র অধীনে অনেক ব্রিজ আছে, সেখানেও মনিটরিং সেল তৈরি হবে। পোস্তা ব্রিজ ভাঙতে গেলে অনেক বাড়ি ভাঙা পড়ে যাবে। মুখ্যমন্ত্রী জানান, ২০ চাকার গাড়ি চলার জন্য ব্রিজের ক্ষতি হচ্ছে। পোর্ট ট্রাস্টের যে ২০ চাকার গাড়ি রয়েছে তাতে ক্ষতি হচ্ছে ব্রিজের। এদিন ব্রিজ দিয়ে ২০ চাকার গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। মমতা বলেন, সাঁতরাগাছি, উল্টোডাঙা ব্রিজ দুর্বল। শিয়ালদা ফ্লাইওভার মেরামতি করতে গেলেও বাধা দেন দোকানদাররা। মুখ্যমন্ত্রীর আবেদন, ব্রিজ সারাতে দিন, দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য। পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ব্রিজের তলা খালি করুন। মুখ্যমন্ত্রী স্বীকার করেন, রাজ্যের ২০টি ব্রিজের স্বাস্থ্য খারাপ। সাঁতরাগাছি ব্রিজে ভারী গাড়ি চলবে না। মুখ্যমন্ত্রী জানান, কলকাতা-সহ রাজ্যের ২০টি ব্রিজ মেয়াদ উত্তীর্ণ। সেই তালিকায় রয়েছে শিয়ালদা, ঢাকুরিয়া, বিজন সেতু, চিংড়িহাটা, ‘বেলগাছিয়া, উল্টোডাঙা ও সাঁতরাগাছি সেতু। ২০টি ব্রিজের হাল নিয়ে রিপোর্ট খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। দেশে ব্রিজগুলির কী অবস্থা, সার্ভে করা উচিত বলেও মনে করেন মুখ্যমন্ত্রী। এর জন্য প্রয়োজনে বাইরের সাহায্য নেওয়া যেতে পারে বলে জানান তিনি।</p>
from home https://ift.tt/2PJEXA2