<strong>নয়াদিল্লি:</strong> কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সম্পর্কে অশালীন মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের। বললেন, রাহুল ‘নালি কা কীড়া’ (নর্দমার কীট)। রাফাল চুক্তি নিয়ে কংগ্রেস সভাপতি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন। এই অভিযোগ সম্পর্কে বলতে গিয়েই রাহুল সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন চৌবে। তিনি বলেছেন, রাহুল গাঁধী মানসিক সমস্যায় ভুগছেন। তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করা দরকার। চৌবে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেস অভিযোগ করলে আমার বুক জ্বলে যায়’। একজন কেন্দ্রীয় মন্ত্রীর এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বহু প্রশ্ন তুলেছে। নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘নীচ’ মন্তব্যের জন্য কংগ্রেস তাদের প্রবীণ নেতা মণিশঙ্কর আয়ারকে সাসপেন্ড করেছিল। মণিশঙ্করের ওই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছিল বিজেপি নেতৃত্ব। এরপরই মণিশঙ্করের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল কংগ্রেস। এবার বল বিজেপির কোর্টে। চৌবের ওই মন্তব্য সম্পর্কে বিজেপি এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি বা কোনও ব্যবস্থাও নেয়নি।
from home https://ift.tt/2N0RRft
No comments:
Post a Comment
Please let me know