meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারেন হার্দিক, মনে করছেন জনসন

Followers

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারেন হার্দিক, মনে করছেন জনসন

মুম্বই: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারেন অলরাউন্ডার হার্দিক পান্ড্য। এমনই মন্তব্য করেছেন প্রাক্তন অসি স্পিড স্টার মিচেল জনসন। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। একদিনের ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর থেকে। আগামীকাল শনিবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল বাছাইয়ে বৈঠকে বসবেন জাতীয় নির্বাচক কমিটি। ১৮ সেপ্টেম্বর টুর্নামেন্টে কোয়ালিফাই করে আসা দলের সঙ্গে খেলবে ভারত। এর পরের দিন পাকিস্তানের সঙ্গে মহারণ কোহলি ব্রিগেডের। টুর্নামেন্টে বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে থাকবেন জনসন। তিনি বলেছেন, সংযুক্ত আমিরশাহীর পিচের পরিস্থিতির কথা মাথায় রেখে আমার মনে হচ্ছে, উমেশ যাদব ও হার্দিক পান্ডের মতো পেসাররা ভারতের পক্ষে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারেন। ইংল্যান্ডে হার্দিক এখন বেশ ছন্দে রয়েছেন। সেখানে পরিবেশের ভালো রকম ব্যবহার করছেন। প্রয়োজন পড়লে পিচ থেকে পেস আদায় করে নেওয়ার ক্ষমতা ও নির্দিষ্ট লেংথে বোলিং করে যাওয়া পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে সমস্যায় ফেলার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারে। জনসন বলেছেন, এশিয়া কাপে উমেশ কীভাবে বোলিং করে তা দেখতে মুখিয়ে রয়েছেন তিনি। প্রাক্তন অসি পেসার বলেছেন, গুরুত্বপূর্ণ সময়ে বোলিংয়ে বৈচিত্র ও রিভার্স সুইংয়ে বিপক্ষকে ধরাশায়ী করার ক্ষমতাই উমেশের সবচেয়ে বড় সম্পদ। জনসন বলেছেন, উমেশ আর হার্দিক মিলে মাঝের ওভারগুলিতে স্পিনারদের জন্য উপযুক্ত মঞ্চ তৈরি করে দিতে পারে। জনসন অবশ্য সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের খেলার অভিজ্ঞতার দিকটিও মাথায় রেখেছেন। তিনি বলেছেন, ওই দেশে খেলার অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের। তাই সেখান পিচ ও আবহাওয়া সম্পর্কে ওরা বেশ ওয়াকিবহাল।

from home https://ift.tt/2Pq9fYx

No comments:

Post a Comment

Please let me know