ইসলামাবাদ: ক্ষমতায় এসেই বাজে খরচ কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান। ১৮ আগস্ট শপথ গ্রহণের পর নিজের প্রতিরক্ষা সচিবের তিন বেডরুমের ছিমছাম বাড়িতে উঠে এসেছেন মাত্র দুজন ভৃত্যকে নিয়ে। তিনি আগেই ঘোষণা করেছিলেন যে, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রাসাদোপম আবাসে ৫২৪ জন কর্মচারী, ৮০টি গাড়ির বিশাল বহর থাকলেও সরকারের অর্থসঙ্কটের পরিপ্রেক্ষিতে সেখানে থাকবেন না। এবার কৃচ্ছসাধনের লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রীর আবাসের উদ্বৃত্ত বিলাসবহুল সব গাড়ি নিলামে বেচে দেবে ইমরানের সরকার। ১৭ সেপ্টেম্বর হবে নিলাম। ৮টি বিএমডব্লু, ২০১৪-র মডেলের তিনটি গাড়ি, তিনটি ৫০০০ সিসি-র এসইউভি, দুটি ২০১৬-র মডেলের ৩০০০ সিসি-র এসইউভি নিলামে উঠবে। দি ডন-এর খবর, বিক্রির তালিকায় আছে ২০১৬-র মডেলের চারটি মার্সিডিজ বেঞ্জ। সেগুলির দুটি ৪০০০ সিসি-র বুলেটপ্রুফ গাড়ি। আছে ১৬টি টয়েটা। একটি ২০০৪ এর লেক্সাস গাড়ি। একটি ২০০৬ এর লেক্সাস এসইউভি ও ২টি ২০০৪ এর ল্যান্ড ক্রুসার। বেচে দেওয়া হবে ২০১৫ মডেলের চারটি বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুসার। তালিকায় আছে একটি ১৯৯৪ মডেলের হিনো বাস। একটি হন্ডা সিভিক ১৮০০ সিসি গাড়ি, তিনটি সুজুকি গাড়িও আছে বিক্রির জন্য।
from home https://ift.tt/2wyFygP
No comments:
Post a Comment
Please let me know