<strong>নয়াদিল্লি:</strong> এশিয়া কাপে ভারতীয় দলে থাকছেন না অধিনায়ক বিরাট কোহলি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। চলতি মাসের ১৫ তারিখ সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্টের খেলা হবে। এদিন টুর্নামেন্টের জন্য ভারতীয় দল ঘোষণা করেন জাতীয় নির্বাচক কমিটি। অত্যধিক ম্যাচ খেলার চাপের কথা মাথায় রেখে বোর্ড কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। দলে ফিরেছেন ভূবনেশ্বর কুমার, কেদার যাদব, অম্বাতি রায়াডু। নতুন মুখ হিসেবে দলে নেওয়া হয়েছে খলিল আহমেদকে। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে কয়েকটি ম্যাচ ও টেস্ট সিরিজে খেলতে পারেননি ভূূবি। অবশেষে চোট সারিয়ে দলে ফিরলেন তিনি। কেদারও চোট পেয়েছিলেন। চোট সারিয়ে তিনিও দলে ফিরলেন। রায়াডু ইয়ো ইয়ো টেস্টে উতরোতে না পারায় ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল থেকে ছিটকে গিয়েছিলেন। <code></code> <blockquote class="twitter-tweet" data-lang="en"> <p dir="ltr" lang="en">Team India for Asia Cup, 2018 announced. Rohit Sharma set to lead the side in UAE <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> <a href="https://t.co/mx6mF27a9K">pic.twitter.com/mx6mF27a9K</a></p> — BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1035795266144632832?ref_src=twsrc%5Etfw">September 1, 2018</a></blockquote> <strong>এশিয়া কাপের জন্য ভারতীয় দল</strong>- রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, অম্বাতি রায়াডু, মণীষ পান্ডে, কেদার যাদব, এম এস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ড্য, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহল, অক্ষর পটেল, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, শার্দূল ঠাকুর, খলিল আহমেদ
from home https://ift.tt/2C8lOpq
No comments:
Post a Comment
Please let me know