meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: মালয়লম ছবির গানে চোখ টেপার দৃশ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ: প্রিয়া প্রকাশের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের

Followers

মালয়লম ছবির গানে চোখ টেপার দৃশ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ: প্রিয়া প্রকাশের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের

<strong>নয়াদিল্লি</strong>: মালয়লম ছবি ‘ওরু আদার লাভ’-এর নায়িকা প্রিয়া প্রকাশ ভারিয়ার এবং এই ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চ বলেছে, ‘যে মালয়লম লোকগানে ভারিয়ারের চোখের ইশারা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেই গানটি ১৯৭৮ সাল থেকেই সবাই শুনছে। ওই গানের সঙ্গে যে ভিডিও দেখা যাচ্ছে, সেটিকে কোনওভাবেই ধর্মীয় অবমাননা বলা যাবে না। আমরা ভারিয়ার ও অন্যদের রিট পিটিশন গ্রহণ করেছি এবং তাঁদের বিরুদ্ধে তেলঙ্গানায় দায়ের হওয়া এফআইআর খারিজ করে দিচ্ছি। ভবিষ্যতে ফৌজদারি বিধির ২০০ ধারা অনুসারে এই গানের ভিডিওর পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ বা এফআইআর করা যাবে না।’ বিচারপতিরা আরও জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধেও একই অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় সাংবিধানিক বেঞ্চ ধোনির পক্ষেই রায় দেয়। এবারও রায় দেওয়া হচ্ছে, ১৮ বছরের এই অভিনেত্রী ও অন্যান্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

from home https://ift.tt/2wHTaWv

No comments:

Post a Comment

Please let me know