Optoma is one of a legion of companies vying to carve out a slice of the booming wireless audio market, and its latest model is quite a respectable effort. The Nuforce Be Live5 is a classic pair of neckbuds with a reasonable $99 price, a sweat-proof design, Comply foam tips bundled in the box, and a pleasing, bass-rich sound. I’ve had a pair to test for a couple of weeks and there’s no chance of mistaking these for anything like hi-fi personal audio, but for the purposes that earbuds like these are typically used — let’s call them sport-fi and commuter-fi — they deliver a nice bit of punch and dynamism with vocals that remain strong and prominent even against a background of substantially increased bass. In a quiet room, there’s...
What belongs on Facebook? It’s a central question in our current reckoning over social media, and given the vastness of the company’s platform, it can be exceedingly difficult to answer. “Fake news is not your friend,” the company says — but you can still post as much as you want. Alex Jones’ conspiracy theories, which inspired years of harassment against the parent of Sandy Hook shooting victims, were fine until they suddenly weren’t. Everyone seems to agree that terrorism does not belong on Facebook, though there’s still more of it there than you might expect.
But imagine you could start from scratch. What would you rule in, and what would you rule out? That’s the frame of this new episode of Radiolab, which chronicles the evolution of...
<p style="text-align: justify;"><strong>উজ্জয়িনী:</strong> চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হল ১৪ বছরের এক নাবালক। মাত্র পাঁচদিনেই মামলার রায় দিয়ে নাবালককে ২ বছরের জন্য হোমে পাঠাল জুভেনাইল আদালত। ঘটনাস্থল মধ্যপ্রদেশ।</p> <p style="text-align: justify;">সরকারি কৌঁসুলি দীপেন্দ্র মালু জানান, মাত্র সাত-ঘণ্টার শুনানি শেষেই রায় দেন জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারক তৃপ্তি পাণ্ডে। ঘটনাটি ঘটে গত ১৫ আগাস্ট। এরপর মামলা দায়ের হওয়া থেকে শুরু করে রায়দান—গোটা প্রক্রিয়া শেষ হয়েছে মাত্র পাঁচদিনেই।</p> <p style="text-align: justify;">সরকারি আইনজীবীর মতে, ২০১২ সালে পকসো আইন চালু হওয়া ইস্তক, এত দ্রুত কোনও মামলার নিষ্পত্তি হয়নি। রায়দানের সময় বিচারক জানান, শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের ঘটনা সমাজে দ্রুত ছড়িয়ে পড়ছে। এধরনের বিকৃত মানসিক অবস্থা বদলাতে ওই নাবালককে অবিলম্বে দুবছরের জন্য হোমে পাঠানো প্রয়োজন।</p> <p style="text-align: justify;">দোষী সাব্যস্ত নাবালককে সেওনি জেলার একটি শোধনাগারে পাঠানো হয়েছে। খবরে প্রকাশ, উজ্জয়িনী জেলার অন্তর্গত ঘাটিয়া গ্রামে অন্য শিশুদের সঙ্গে খেলছিল নির্যাতিতা। সেই সময় নাবালক তাকে ধর্ষণ করে। মেয়েটি বাড়ি ফিরে সব জানালে, পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে।</p> <p style="text-align: justify;">অভিযুক্ত নাবালককে রাজস্থানের এক আত্মীয়র বাড়ি থেকে আটক করে তাকে উজ্জয়িনী নিয়ে আসে পুলিশ।</p>
ট্রেন্টব্রিজ: ট্রেন্টব্রিজে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে ৫২১ রানের প্রায় দুঃসাধ্য লক্ষ্য তাড়া করতে নেমেছে ইংল্যান্ড। গতকালের ২ উইকেটে ২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালেস্টার কুক ও কিটন জেনিংস। দিনের প্রথম ওভারেই জেনিংসকে ফিরিয়ে দিলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। ১৩ রান করে ঋষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত গিয়েছেন জেনিংস। ২৭ রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড। পাঁচ রান যোগ হওয়ার পরই ফের আঘাত হানেন ইশান্ত। তাঁর বলে ১৭ রান করে প্যাভিলয়নে ফিরে যান কুক। ৩২ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড।
Optoma is one of a legion of companies vying to carve out a slice of the booming wireless audio market, and its latest model is quite a respectable effort. The Nuforce Be Live5 is a classic pair of neckbuds with a reasonable $99 price, a sweat-proof design, Comply foam tips bundled in the box, and a pleasing, bass-rich sound. I’ve had a pair to test for a couple of weeks and there’s no chance of mistaking these for anything like hi-fi personal audio, but for the purposes that earbuds like these are typically used — let’s call them sport-fi and commuter-fi — they deliver a nice bit of punch and dynamism with vocals that remain strong and prominent even against a background of substantially increased bass. In a quiet room, there’s...
What belongs on Facebook? It’s a central question in our current reckoning over social media, and given the vastness of the company’s platform, it can be exceedingly difficult to answer. “Fake news is not your friend,” the company says — but you can still post as much as you want. Alex Jones’ conspiracy theories, which inspired years of harassment against the parent of Sandy Hook shooting victims, were fine until they suddenly weren’t. Everyone seems to agree that terrorism does not belong on Facebook, though there’s still more of it there than you might expect.
But imagine you could start from scratch. What would you rule in, and what would you rule out? That’s the frame of this new episode of Radiolab, which chronicles the evolution of...
<strong>পালেমব্যাঙ:</strong> এশিয়ান গেমসের ইতিহাসে সে এক আবেগঘন মুহূর্ত। উত্তরপ্রদেশের এক চাষীর ছেলে আজ ১০ এম এয়ার পিস্তলের চূড়ান্ত পর্বে পৌঁছে একাধিক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ভারতের জন্যে সোনা ছিনিয়ে এনেছেন। এই প্রথমবার সিনিয়রদের পর্যায়ে অংশ নিয়ে ১৬-র কৈশোর শ্যুটিং চলাকালে দেখিয়েছেন সেই পরিণত মানসিকতা। সেই মানসিকতার ওপর ভরসা করেই আজ তিনি ভারতের জন্যে নিয়ে এসেছেন সোনা। প্রসঙ্গত এশিয়ান গেমসের ইতিহাস তিনি হল পঞ্চম ভারতীয় যিনি ভারতকে এশিয়ান গেমসে সোনা এনে দিয়েছেন। সৌরভের বিপরীতে আজ ছিলেন টোমোইউকি মাতসুদা। তিনি হলেন ২০১০-এর বিশ্বচ্যম্পিয়ন। তবে আজকের মঞ্চে শুধু সৌরভ নন, আরেক ভারতীয় ২৯ বছরের অভিষেক বর্মাও ভারতের জন্যে ব্রোঞ্জ ছিনিয়ে এনেছেন ওই একই ইভেন্টে। চাষীর ছেলে সৌরভ। উত্তরপ্রদেশের মেরঠে তাঁর বাড়ি। জাপানের মাতসুদা ২৩ নম্বর শটে মিসফায়ার করেন এবং ছিটকে যান দ্বিতীয় স্থানে। তিনি জিতেছেন রুপো। তবে চৌধুরীর থেকে সবসময়ই একটু বেশি আশা ছিল সকলের, কারণ তিনি জার্মানিতে কয়েক মাসে আগে হয়ে যাওয়া জুনিয়র বিশ্বকাপেও সোনা জিতেছিলেন। তবে কেউ আশা করেননি এত কম বয়সে জসপল রাণা, রণধীর সিংহ, জিতু রাই এবং রোঞ্জান সোধির রাস্তায় হাঁটবেন সৌরভ। তবে আজ পারফর্ম করার সময় বাড়তি কোনও চাপ ছিল না আমার ওপর, মন্তব্য সৌরভের। আমি শুধু আমার সেরা দিয়েছি, জানিয়েছেন আজকের সোনাজয়ী কিশোর। মাত্র তিন বছর আগে খেলা শুরু করেন সৌরভ। একাদশ শ্রেণির পড়ুয়া সৌরভ তাঁর প্রশিক্ষণ শুরু করেন, বাঘপাটের কাছে বেনোলিতে অমিত শেরোনস অ্যাকাডেমিতে। তবে বাড়ি থাকলেই বাবাকে চাষবাসের কাজে সাহায্য করেন এই সোনার ছেলে। যদিও শ্যুটিংয়ের প্রশিক্ষণ ছেড়ে, সেভাবে বাড়িতে থাকতেই পারেন না সৌরভ। এদিকে ওই একই ইভেন্টে ব্রোঞ্জ জয়ী অভিষেক হরিয়ানার রোহতকের ছেলে। পেশায় আইনজীবী অভিষেকও মাত্র তিন বছর আগেই শ্যুটিং নিয়ে তাঁর প্রশিক্ষণ শুরু করেন।
দুবাই: সংযুক্ত আরব আমিরশাহির পর বন্যাবিধ্বস্ত কেরলের পাশে কাতার। বন্যায় বাড়িঘর হারানো কেরলের লোকজনের আশ্রয়ের ব্যবস্থা করতে তারা ভারতীয় মুদ্রায় ৩৪.৮৯ কোটি টাকা দিচ্ছে। কেরলের বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। গৃহহারা কয়েক লক্ষ মানুষ। কেরলের পুনর্নির্মাণের জন্য ৭০০ কোটি টাকা দেওয়ার কথা বলেছে আমিরশাহি। এখনও পর্যন্ত কেরলের ত্রাণে সবচেয়ে বেশি অর্থ এটাই। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এজন্য আমিরশাহি সমেত আন্তর্জাতিক মহলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ব্যাপারে আমিরশাহির যুবরাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান বিজয়ন। মুখ্যমন্ত্রী জানান, দেশের একাধিক রাজ্যও এগিয়ে এসেছে, তার রাজ্যের পাশে দাঁড়িয়েছে। কেরলে গত ১০০ বছরে এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি। ৮০টি বাঁধ থেকে জল ছেড়ে দিতে হয়েছে, সব নদীই ফুলেফেঁপে উঠেছে ভাসিয়ে দিয়েছে রাজ্যকে। দি গালফ টাইমস-এর খবর, কাতার চ্যারিটি নামে এক সংস্থা ভারতে নিজেদের প্রতিনিধির মাধ্যমে প্রথম পর্যায়ে জরুরি ভিত্তিতে বন্যাপীড়িত মানুষের উদ্ধার ও ত্রাণে নেমেছে, যার আর্থিক পরিমাণ ৫ লক্ষ রিয়াল। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি কেরলের গৃহহীন লোকজনের আশ্রয়ের ব্যবস্থা করতে ৫ মিলিয়ন মার্কিন ডলার (৩৪.৮৯ কোটি টাকা) বরাদ্দ করতে নির্দেশ পাঠিয়েছেন। আমিরশাহি আগেই কেরলের বন্যাপীড়িত, সব হারানো মানুষের ত্রাণে জরুরি ভিত্তিতে একটি কমিটি গঠন করতে বলেছে। সেদেশের ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি ব্যবসায়ীরা ত্রাণকার্য্যে সাড়ে ১২ কোটি টাকার ডোনেশন ঘোষণা করেছেন।
India arrived in Nottingham with their famed batting line-up, with the exception of one man, having produced a sequence of underwhelming scores. They will leave the city pleased that a couple of their senior men have rediscovered their elusive form, ensuring Virat Kohli isn’t the lone warrior for the unit in the final two skirmishes of the series.
from Top Cricketnext News- News18.com https://ift.tt/2N54XVF
<strong>ট্রেন্টব্রিজ:</strong> ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম দুটি টেস্টে ব্যাটিং ব্যর্থতার জন্য পিছিয়ে পড়েছে ভারত। কিন্তু ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারতের ব্যাটিং অর্ডার। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সঙ্গে বাকি ব্যাটসম্যানদেরও ছন্দে ফিরতে দেখা যাচ্ছে। বিশেষ করে তিন নম্বর ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার অফ ফর্ম টিম ম্যানেজমেন্টকে উদ্বিগ্ন করে তুলেছিল। ট্রেন্টব্রিজে দ্বিতীয় ইনিংসে কোহলির অর্ধশতরানের ইনিংস দলকে ভরসা দিয়েছে। গতকাল খেলার শেষে সাংবাদিক বৈঠকে পূজারা স্বীকার করে নিয়েছেন, তৃতীয় ট টেস্টে রান করার চার তাঁর ওপর ছিল। তিনি বলেছেন, ইংল্যান্ডের পরিবেশে কাউন্টি ক্রিকেটে খেলা তাঁর হারানো ফর্ম ফিরে পাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। পূজারা বলেছেন, দল থেকে বাদ পড়লে তা খুবই মুশকিলের হত। কিন্তু এখন আবার ফর্মে ফিরেছি। পূজারা বলেছেন, রান করতে না পারলে চাপ বাড়ে, এ কথা ঠিক। দল হিসেবে এই ম্যাচের আগে আমরা প্রায় সবাই রানের জন্য লড়াই করছিলাম। দ্বিতীয় ইনিংসে পূজারা করেন ৭২ রান। কোহলির সঙ্গে তাঁর জুটিতে ১১৩ রান ভারতকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছে। পূজারা বলেছেন, কাউন্টি ক্রিকেট খেলে আমি লাভবান হয়েছি। কাউন্টিতে খুব বেশি রান করতে পারিনি ঠিকই। কিন্তু কঠিন পিচে খেলেছি। আমার আত্মবিশ্বাসে কোনও খামতি ছিল না। নেটে ভালো ব্যাটিং করতাম। তাই মনে হত যে, খুব তাড়াতাড়িই বড় রান করতে পারব। পূজারা বলেছেনন, টপঅর্ডারে ব্যাটিংয়ের জন্য রান করা খুবই জরুরি ছিল, বিশেষ করে এই টেস্টে। দলের ভালো ব্যাটিংয়ের কৃতিত্ব পূজারা ওপেনারদের দিয়েছেন। তিনি বলেছেন, দুই ওপেনার দুই ইনিংসেই খুব ভালো ব্যাটিং করেছে। হয়ত ৫০ বা ১০০ রান ওরা করেনি। কিন্তু এক্ষেত্রে বিষয়টা তা নয়। ওরা যদি ৩০-৪০ রান করে, তা দলের পক্ষে খুবই মূল্যবান। দুই ইনিংসেই ওপেনাররা খুব ৫০-র বেশি রান করেছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ।
লখনউ: অযোধ্যায় মন্দির তৈরির ইস্যুতে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যের সাম্প্রতিক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে। মৌর্য্য বলেছেন, অন্য কোনও রাস্তা না থাকলে যদি দরকার হয়, তাহলে অযোধ্যায় রামমন্দির নির্মাণে, সংসদের উভয় কক্ষেই যখন যথেষ্ট শক্তি থাকবে, কেন্দ্র তখন আইন আনার পথে এগবে বলে আমি পূর্ণ আশাবাদী। বিল আনা ছাড়া আর কোনও উপায় না থাকলে সেই অবস্থায় সংসদের দুটি কক্ষেই পর্যাপ্ত সংখ্যা থাকলে এটা কেন্দ্র মাথায় রাখবে, এ ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত। এখন সংসদে আমাদের যথেষ্ট শক্তি নেই। লোকসভায় বিষয়টি তোলা গেলেও রাজ্যসভায় প্রয়োজনীয় শক্তি না থাকায় উদ্যোগটা নিশ্চিত ভাবেই মার খাবে। ভগবান রামের প্রত্যেক ভক্ত এটা জানে। আদালত শীঘ্রই রায় দেবে। কিন্তু যেদিন আমাদের শক্তি আসবে, নিশ্চয়ই তার অপপ্রয়োগ হবে না, ইতিবাচক পথেই তা কাজে লাগানো হবে। সুপ্রিম কোর্টে বিষয়টির শুনানি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। রাজকীয় রামমন্দির তৈরি হলে সেটাই হবে বিশ্ব হিন্দু পরিষদের প্রয়াত শীর্ষনেতা অশোক সিংঘল, অযোধ্যার রামজন্মভূমি ন্যাসের প্রাক্তন প্রধান মহন্ত শ্রী রামচন্দ্র দাস পরমহংস ও প্রাণ বলিদান দেওয়া করসেবকদের প্রতি প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন, মন্তব্য করেন মৌর্য্য। পাল্টা আসাদুদ্দিন ওয়েইসির প্রশ্ন, সু্প্রিম কোর্টে ইস্যুটি বিচারাধীন থাকা অবস্থায় কী করে এমন মন্তব্য করা যায়। তিনি বলেন, বিজেপি যে জমি হারাচ্ছে, এটা তার সুস্পষ্ট লক্ষণ। কী করে একজন দায়িত্বশীল উপমুখ্যমন্ত্রী এ ধরনের গাজোয়ারি কথা বললেন? সুপ্রিম কোর্টে বিষয়টি বিবেচনাধীন, মন্ত্রীর এমন ভাষায় কথা বলার কোনও অধিকার নেই। সংবিধানের কোন ধারায় এ ব্যাপারে আইন তৈরি করা যায় যখন সুপ্রিম কোর্টে বকেয়া রয়েছে বিষয়টি? কেরল ও দেশের আরও কয়েকটি রাজ্যে যখন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় হিমসিম খাচ্ছে, সেসময় এমন মন্তব্য করায়ও মৌর্য্যের সমালোচনা করেন ওয়েইসি। <a href="https://static.abplive.in/wp-content/uploads/sites/3/2017/04/22163321/Asaduddin-Owaisi-31-520x395.jpg"><img src="https://ift.tt/2OT6nCZ" alt="" width="300" height="228" class="alignnone size-medium wp-image-331032" /></a> তফসিলি জাতি ও উপজাতি (দমনপীড়ন রোধ) সংশোধন বিলে বিজেপির শক্ত ভোটব্যাঙ্ক বলে যাদের ধরা হয়, তারা কি চটে যাবে, প্রশ্ন করা মৌর্য্য বলেন, সরকারের ওই বিল আনার উদ্দেশ্য কাউকে হেনস্থা করা নয়। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে আমি বলতে পারি, এখানে কারও বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু হবে না, কাউকে অকারণে হেনস্থা করা হবে না। কিন্তু তফসিলিদের প্রতি অন্যায় করে রেহাই মিলবে না। তফসিলি জাতি ও উপজাতি আইনে গ্রেফতারি এড়ানোর কিছু রক্ষাকবচ সংক্রান্ত সুপ্রিম কোর্টের এক নির্দেশ খারিজ করতে আনা কেন্দ্রের একটি বিল গত ৯ আগস্ট ধ্বনিভোটে অনুমোদিত হয় রাজ্যসভায়। বিলটি লোকসভায় গৃহীত হয় ৬ আগস্ট।
মুম্বই: এক সময়ের ব্লকবাস্টার সিনেমা 'ম্যায়নে প্যায়ার কিয়া'-তে ভাগ্যশ্রী সলমন খানের বিপরীতে অভিনয় করেছিলেন। এবার ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যূ বলিউডে অভিষেক ঘটছে। একটি বিচিত্র চরিত্রে অভিনয় দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করছেন তিনি। সিনেমার ওই চরিত্রটি একটি বিরল রোগের শিকার। তার কোনও রকম শারীরিক যন্ত্রণার অনুভূতি নেই। নিজের কেরিয়ারের প্রথম সিনেমা ‘মর্দ কি দর্দ নেহি হোতা-র ট্রেলারে অভিমন্যূর মাথা ও নাক দিয়ে রক্ত ঝরতে দেখা দিয়েছে। ওই অবস্থায় হাঁটতে হাঁটতে জন্মগত বিরল রোগের কথা বলতে শোনা যাচ্ছে। ওই ব্যাধি ব্যথা-যন্ত্রণার অনুভূতি রোধ করে। ভাসান বালার এই সিনেমায় এমনই এক ব্যক্তির কাহিনী তুলে ধরা হয়েছে কোনও রকম ব্যথা-যন্ত্রণা অনুভব করতে পারেন না। এর আগে বালা দ্য লাঞ্চবক্স ও রমন রাঘব-এর মতো চিন্তাশীল সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন। ‘মর্দ কি দর্দ নেহি হোতা’সিনেমায় অভিমন্যূর সহ অভিনেত্রী হিসেবে দেখা যাবে রাধিকা মদানকে। তারা একে অপরের ছোট বেলার বন্ধু। কোনও ব্যথা-যন্ত্রণা অনুভব না করেই যে বড় হতে দেখেছে তার বন্ধুকে। <iframe src="https://www.youtube.com/embed/hlaWK87dsDs" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>
নটিংহাম: বিরাট কোহলির কাছ থেকে থেকে শেখ। মাঠে নেমে একটু সাহস দেখাও আর বুদ্ধি। ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে ভারতের ছুঁড়ে দেওয়া কঠিন চ্যালেঞ্জের সামনে ইংল্যান্ডের সহকারী প্রশিক্ষক পল ফারব্রেস দলের সেরা ব্যাটসম্যানদের এই পরামর্শ দিলেন। প্রথম ইনিংসে ১৬১ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংয়ে ৫২১ রানের পাহাড়প্রমাণ টার্গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে ইংল্যান্ড দল। হাতে রয়েছে বাকি ২ দিন। ফারব্রেস বলেছেন, তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন খেলোয়াড়রা অন্য খেলোয়াড়ের থেকে শিখতে পারে। তাঁর মনে হয়, তাঁর ছেলেদের শেখা উচিত, কীভাবে ভারত অধিনায়ক বল আসতে দেন, মাঠের তৃতীয় ও চতুর্থ স্লিপ কীভাবে থাকে তাঁর দখলে। সেরা খেলোয়াড়দের দেখেই শিখতে হয়, তাঁদের খেলার ধরন নিজের প্রয়োজনমত গ্রহণ করতে হয়। আর এই মুহূর্তে কোহলির থেকে ভাল উদাহরণ আর কেউ নেই। বিশেষ করে আগের দিন এত খারাপ খেলার পর তাঁর আশা, দলের ব্যাটসম্যানরা সাহস ও বুদ্ধি করে খেলবে, দেখিয়ে দেবে তারাই সেরা খেলোয়াড়। গতকাল কোহলির ১০৩ তাঁর ২৩তম টেস্ট শতরান আর এই সিরিজে দ্বিতীয়। এজবাস্টন টেস্টেও ১৪৯ করেছেন তিনি। ফারব্রেস বলেছেন, ইংল্যান্ড সিরিজে কোহলি যা রান করেছেন, তা তাঁর প্রাপ্য ছিল। এই মুহূর্তে তর্কাতীতভাবে তিনিই বিশ্বের সেরা খেলোয়াড়। যেভাবে তিনি উন্নতি করছেন, গোটা সিরিজে খেলেছেন- এক কথায় অসাধারণ। কোহলি অসাধারণ মানের খেলোয়াড়, তিনি বুঝিয়ে দিয়েছেন, এই সফরেও অনেক কিছু শিখেছেন তিনি। ইংরেজ বোলাররা বলতে পারেন, কয়েকবার জীবন পেয়েছেন তিনি কিন্তু কোহলি বুঝিয়ে দিয়েছেন, তাঁর ক্রিকেটীয় উচ্চতার কোনও তুলনা হয় না। ইংরেজ ব্যাটসম্যানদের সমালোচনা করেও ফারব্রেসের আশা, দ্বিতীয় ইনিংসে ভাল খেলবেন তাঁরা। বিশেষ করে তৃতীয় দিনে ভাল বল করেছেন জেমস অ্যান্ডারসন, তাঁর কাছ থেকে তাঁরা কিছু শিখবেন। কিন্তু চেতেশ্বর পূজারার ৪০ রানে ক্যাচ মিস আর ৯৩-এর মাথায় বিরাট কোহলিকে ফেলে দেওয়ায় তাঁর কৃতিত্ব অনেকটাই ফিকে হয়ে যায়। ইংল্যান্ড এই সিরিজে স্লিপে এখনও পর্যন্ত ১৫টা ক্যাচ ছেড়েছে। সে নিয়েও ফারব্রেস তাঁর হতাশা ব্যক্ত করেছেন।
নটিংহাম: বিরাট কোহলির কাছ থেকে থেকে শেখ। মাঠে নেমে একটু সাহস দেখাও আর বুদ্ধি। ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে পরাজয়ের মুখে দাঁড়িয়ে ইংল্যান্ডের সহকারী প্রশিক্ষক পল ফারব্রেস দলের সেরা ব্যাটসম্যানদের এই পরামর্শ দিলেন। প্রথম ইনিংসে ১৬১ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংয়ে ৫২১ রানের পাহাড়প্রমাণ টার্গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে ইংল্যান্ড দল। হাতে রয়েছে বাকি ২ দিন। ফারব্রেস বলেছেন, তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন খেলোয়াড়রা অন্য খেলোয়াড়ের থেকে শিখতে পারে। তাঁর মনে হয়, তাঁর ছেলেদের শেখা উচিত, কীভাবে ভারত অধিনায়ক বল আসতে দেন, মাঠের তৃতীয় ও চতুর্থ স্লিপ কীভাবে থাকে তাঁর দখলে। সেরা খেলোয়াড়দের দেখেই শিখতে হয়, তাঁদের খেলার ধরন নিজের প্রয়োজনমত গ্রহণ করতে হয়। আর এই মুহূর্তে কোহলির থেকে ভাল উদাহরণ আর কেউ নেই। বিশেষ করে আগের দিন এত খারাপ খেলার পর তাঁর আশা, দলের ব্যাটসম্যানরা সাহস ও বুদ্ধি করে খেলবে, দেখিয়ে দেবে তারাই সেরা খেলোয়াড়। গতকাল কোহলির ১০৩ তাঁর ২৩তম টেস্ট শতরান আর এই সিরিজে দ্বিতীয়। এজবাস্টন টেস্টেও ১৪৯ করেছেন তিনি। ফারব্রেস বলেছেন, ইংল্যান্ড সিরিজে কোহলি যা রান করেছেন, তা তাঁর প্রাপ্য ছিল। এই মুহূর্তে তর্কাতীতভাবে তিনিই বিশ্বের সেরা খেলোয়াড়। যেভাবে তিনি উন্নতি করছেন, গোটা সিরিজে খেলেছেন- এক কথায় অসাধারণ। কোহলি অসাধারণ মানের খেলোয়াড়, তিনি বুঝিয়ে দিয়েছেন, এই সফরেও অনেক কিছু শিখেছেন তিনি। ইংরেজ বোলাররা বলতে পারেন, কয়েকবার জীবন পেয়েছেন তিনি কিন্তু কোহলি বুঝিয়ে দিয়েছেন, তাঁর ক্রিকেটীয় উচ্চতার কোনও তুলনা হয় না। ইংরেজ ব্যাটসম্যানদের সমালোচনা করেও ফারব্রেসের আশা, দ্বিতীয় ইনিংসে ভাল খেলবেন তাঁরা। বিশেষ করে তৃতীয় দিনে ভাল বল করেছেন জেমস অ্যান্ডারসন, তাঁর কাছ থেকে তাঁরা কিছু শিখবেন। কিন্তু চেতেশ্বর পূজারার ৪০ রানে ক্যাচ মিস আর ৯৩-এর মাথায় বিরাট কোহলিকে ফেলে দেওয়ায় তাঁর কৃতিত্ব অনেকটাই ফিকে হয়ে যায়। ইংল্যান্ড এই সিরিজে স্লিপে এখনও পর্যন্ত ১৫টা ক্যাচ ছেড়েছে। সে নিয়েও ফারব্রেস তাঁর হতাশা ব্যক্ত করেছেন।
Samsung has announced a pair of gaming monitors at Gamescom 2018, positioning them as “affordable” in the company’s own words. The CJG5 series comes in 27- and 32-inch varieties, both using curved 2560 x 1440 VA panels with a refresh rate of 144Hz. The monitors have two HDMI ports (one 2.0, one 1.4) and a DisplayPort input.
The monitors are listed at £309.99 for the 27-inch version and £359.99 for the 32-inch model; US pricing isn’t yet available. The 27-inch is probably the better buy — 1440p is a great resolution at that size, but it gets pretty blocky when stretched out to 32 inches. On the other hand, you’re not going to get as much benefit from the curvature on a smaller panel. (It’s also debatable whether you’ll get much benefit...
Samsung has announced a pair of gaming monitors at Gamescom 2018, positioning them as “affordable” in the company’s own words. The CJG5 series comes in 27- and 32-inch varieties, both using curved 2560 x 1440 VA panels with a refresh rate of 144Hz. The monitors have two HDMI ports (one 2.0, one 1.4) and a DisplayPort input.
The monitors are listed at £309.99 for the 27-inch version and £359.99 for the 32-inch model; US pricing isn’t yet available. The 27-inch is probably the better buy — 1440p is a great resolution at that size, but it gets pretty blocky when stretched out to 32 inches. On the other hand, you’re not going to get as much benefit from the curvature on a smaller panel. (It’s also debatable whether you’ll get much benefit...
কেরলের অন্যতম ট্যুরিস্ট স্পট আলাপ্পুঝা এখন জলের তলায়। বাড়ি-ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। দিনে একবার এসে দেখে যান জলমগ্ন সম্পত্তি। কেরলের ব্যাকওয়াটারের কী হাল, ঘুরে দেখালেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়
চেন্নাই: ২০০৮-এ জন্মেছে ছেলে। তখন থেকেই জীবন্মৃত। ১০ বছর ধরে অপেক্ষা করেছেন বাবা, যদি সেরে ওঠে সে। কোথাও কোনও আশা দেখতে না পেয়ে নিরুপায় বাবা মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, অসহ এই জীবন থেকে সন্তানের মুক্তি চেয়ে। এ বছর মার্চে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সসম্মানে বাঁচার অধিকার সংবিধানের ২১ নম্বর ধারায় নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে আর এর মধ্যে সম্মান নিয়ে মৃত্যুর অধিকারও রয়েছে। এই রায়ের পর চেন্নাইয়ের আর থিরুমণিই প্রথম স্বেচ্ছামৃত্যু চেয়ে আবেদন করলেন। থিরুমণির ছেলে টি পারভেন্ধন মৃগী রোগের শিকার। ওষুধ খেলেও প্রতিদিন ১০-২০ বার খিঁচুনিতে আক্রান্ত হয় সে। দিনে তার সর্বাধিক খিঁচুনির সংখ্যা ১৫০। পেশায় দর্জি থিরুমণির প্রতি মাস ছেলের ওষুধের পিছনে ১০,০০০ টাকা করে খরচ হয়। যত চিকিৎসক তিনি দেখিয়েছেন, প্রত্যেকেই জানিয়ে দিয়েছেন, ছেলের সুস্থ হয়ে ওঠার অবকাশ নেই। এই পরিস্থিতিতে আদালতের কাছে তাঁর আবেদন, তারা যেন তাঁকে অনুমতি দেয়, যাতে তিনি ছেলেকে সবরকম ওষুধ ও খাবারদাবার দেওয়া বন্ধ করে দিতে পারেন, যাতে তার মৃত্যু সহজ ও ত্বরাণ্বিত হয়। আদালত রাজ্য সরকারকে চিকিৎসকদের একটি প্যানেল গঠনের অনুরোধ করেছে, যাঁরা আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটিকে এ ব্যাপারে পরামর্শ দেবেন। তারপর কমিটি ছেলেটিকে পরীক্ষা করবে ও আদালতে রিপোর্ট দেবে। ২৩ তারিখ পর্যন্ত মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত, তারপর রাজ্য সরকার আদালতকে চিকিৎসকদের নাম জানাবে। পারভেন্ধনের জন্ম ২০০৮-এর ৩০ সেপ্টেম্বর। জন্মানোর পর কাঁদেনি সে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সে হাইপক্সিক ইস্কিমিক এনসেফ্যালোপ্যাথির শিকার। সে জেগেই থাকে কিন্তু নিজের সম্পর্কে অথবা চারপাশে কী ঘটছে সে সম্পর্কে কোনও চেতনা নেই। হাত পা নাড়াতে পারে না ছেলেটি, বসতেও পারে না, শোয়া অবস্থাতেই জোর করে খাইয়ে দিতে হয় অর্ধশক্ত খাবার। মলমূত্র কীভাবে কখন হয়ে যায় সে জানতেই পারে না। থিরুমণির অন্য দুই সন্তানকে এ জন্য সমাজে অস্বস্তিতে পড়তে হয়, তাদের সঙ্গেও কেউ মিশতে চায় না। কোনও হোমও রাখতে চায় না পারভেন্ধনকে, এই পরিস্থিতিতে তার স্বেচ্ছামৃত্যুই তাকে ও তার বাবা মাকে নিষ্কৃতি দিতে পারে বলে আদালতে আবেদন করা হয়েছে।
HMD Global took the wraps off the new Nokia 6.1 Plus and 5.1 Plus at a media event on August 21. For those who don’t know, the Nokia 6.1 Plus is a rebranded version of Nokia X6 which was launched as China exclusive earlier this year. The Nokia 6.1 Plus has tough competition ahead as […]
সাগর (মধ্যপ্রদেশ): মালকিনের ধর্ষণকারী বলে অভিযুক্তকে কামড়ে দিল পোষ্য সারমেয়। মধ্যপ্রদেশের সাগর জেলার কারিলা গ্রামে কয়েকদিন আগে রাতে ১৪ বছরের মেয়েটিকে দুজন ধর্ষণ করে বলে অভিযোগ। তাদেরই একজনকে কামড়ে দেয় তার পোষা কুকুর। মোতিনগর থানার ইনচার্জ বিপিন তামরাকার জানান, ওই নাবালিকা মশা তাড়ানোর জন্য ধুয়ো দিতে খড়বিচালি আনতে অন্ধকারে বাড়ির বাইরে বেরিয়েছিল। তখনই আইশু আহিরওয়ার (৩৯) ও পুনিত আহিরওয়ার (২৪) নামে দুজন তাকে ছুরি বের করে ভয় দেখিয়ে পাশের একটি পরিত্যক্ত কুঁড়েঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটির আর্তনাদ শুনে তার পোষা কুকুরটি সেখানে ছুটে এসে আইশুর পায়ে কামড় বসিয়ে দেয়। মেয়েটিকে উদ্ধৃত করে পুলিশ অফিসার জানান, কামড় খেয়ে পাল্টা কুকুরটিকে ছুরি মারে আইশু। তবুও চিত্কার থামায়নি কুকুরটি। ততক্ষণে মেয়েটি নির্যাতনকারীদের কবল থেকে নিজেকে মুক্ত করে দৌড়ে বাড়ি ফিরে আসে। তার বাড়ির লোকজনের হইচই, কুকুরটির চিত্কার শুনে প্রতিবেশীরাও কুঁড়েঘরে চলে আসেন। বিপদ বুঝে চম্পট দেয় অভিযুক্তরা। মেয়েটির পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দুজনকেই গ্রেফতার করা হয়। তাদের ভারতীয় দণ্ডবিধির নানা ধারা ও শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষা করার পকসো আইনে ধর্ষণ ও অপহরণে অভিযুক্ত করা হয়েছে।
<strong>জাকার্তা:</strong> বিশ্বজয়ীকে হারাল কৈশোরের স্পর্ধা। জাকার্তায় ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জয় ১৬ বছরের সৌরভ চৌধুরীর। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অভিষেক বর্মা। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের ভাণ্ডারে ৭টি পদক এল। আজ দিনের শুরুটাই ভারতের জন্যে দারুন ছিল। একই ইভেন্ট ১০ মিটার এয়ার পিস্তলে একইসঙ্গে সোনা এবং ব্রোঞ্জ জিতেছে ভারত। এদিকে সাঁতারে সাঁতারু বিক্রম খাদে পুরুষদের ৫০ এম ফ্রি স্টাইলের ফাইনালে পৌঁছে গিয়েছেন। এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে ভারত তিনটি পদক জয় করে। তৃতীয় দিনে ভারতের ভাণ্ডারে আরও কিছু পদক যোগের সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিনে সাঁতার, আর্চেরি, বাস্কেটবলের মতো একাধিক ইভেন্ট রয়েছে। এদিকে কবাডিতে মহিলা ও পুরুষ দলের নিজস্ব গ্রুপ ম্যাচতো রয়েছেই। আজই রয়েছে ভারতীয় মহিলা হকি দলের গ্রুপ বি-র ম্যাচ। তাঁরা নামছেন কাজাকাস্তানের বিরুদ্ধে। এখন সময়ের অপেক্ষা ভারত আর কটা ইভেন্টে পদক আনতে পারে।
“For gamers, by gamers” may be Razer’s tagline, but it’s the approach taken by literally every gaming hardware company out there. The surest route to earning the respect of gaming enthusiasts is to earn (or buy) the endorsement of professional gamers. Logitech’s latest mouse hews close to this tradition, though with a special new accolade: before it’s even been released, the Logitech G Pro Wireless mouse has already won an e-sports tournament. London Fusion, the triumphant team at the inaugural Overwatch League championship, was using Logitech’s unannounced mouse all the way to the final.
Logitech positions the Pro Wireless as a mouse designed by gamers themselves, and the company collaborated with more than 50 pro gamers in shaping the...
Ahead of this month’s IFA show in Berlin, LG has announced a pair of neckbud products that come with Google Assistant support. Like LG’s G7 phone, the Tone Platinum SE earbuds have a dedicated button that can be used to invoke the Assistant without the “Okay Google” voice command. The Tone Ultra SE is the same thing, but with a mono speaker as well as the earbuds so you can listen to audio without blocking out your surroundings.
LG thinks the Assistant button will be particularly useful when using features such as Google Translate, and it’s true that having to say “Hey Google” all the time would be even weirder in the middle of a conversation in a language that you don’t speak. But this idea wasn’t particularly natural when Google tried...
Twitch Prime, the streaming video site’s Amazon-style benefits program, will no longer include ad-free viewing as a complimentary perk starting on September 14th, the company announced today. Initially launched two years ago as a suite of benefits for Amazon Prime subscribers, Twitch Prime has grown into a more robust platform that offers free games, in-game loot for select titles, and a monthly channel subscription credit that can be awarded to a streamer of the member’s choice.
All those perks are remaining part of Twitch Prime, and the only aspect of the service that is changing going forward is the ad-free viewing. Twitch describes the decision as a way to help better support streamers. “Advertising is an important source of support...
Dontnod has finally revealed the heroes of its upcoming game Life is Strange 2, an indirect sequel to its award-winning episodic series Life is Strange. The game stars two young brothers, Sean and Daniel Diaz (ages 16 and nine, respectively), on the run from authorities following a “tragic event” as they seek refuge in Puerto Lobos, Mexico.
The game will focus heavily on the bonds of brotherhood. According to Dontnod, as Sean, players will “need to make the kind of tough choices you can expect from a Life is Strange game, and you will need to live with the consequences of your actions.” Like its predecessor, Life is Strange 2 will feature a mysterious new power, though it’s yet to be revealed. In the original series, heroine Max had the...
Amazon is discontinuing its two-year-old video game preorder discount program for Prime members on August 28th, the company announced today. In its place, Amazon will offer members a $10 credit with a preorder, but only for select titles. The credit will take up to 35 days to arrive. Once activated, customers will have 60 days to put the money toward a separate purchase on Amazon.
Back in July, CNET noted a change to the Prime platform’s Terms of Service that suggested Amazon would change its game discount policy to exclude certain titles. Now, it seems like the company is simply replacing it wholesale.
The Prime video game discount program started in January 2016, and it’s been one of the most substantial discount benefits the platform...
Apple is nearing the release of a long-awaited, completely redesigned successor to its MacBook Air laptop, according to Bloomberg. The new “low-cost” model reportedly features slimmer bezels and a high-resolution Retina display. It will otherwise “look similar to the current MacBook Air,” though port selection is anyone’s guess.
The once-revered MacBook Air has languished in update limbo ever since Apple shifted its focus to the MacBook Pro and 12-inch MacBook. Some viewed the latter’s introduction as Apple moving on from the Air. But its starting price is hundreds of dollars more expensive, which has led the company to keep the $1,000 Air around — with its low-res screen and outdated specs — for customers on a budget and for the...
Google’s Undo Send feature has been saving people from embarrassing typos, mistakes, and other email taboos for years on the web version of Gmail. Now, the feature is being carried over to the official mobile version of Google’s email app, starting with a release on the official Android version of Gmail, according to Android Police. The feature should arrive with Gmail version 8.7.
The feature started as a Google Labs experiment you had to toggle on before graduating to the official Gmail feature list in 2015. It works by implementing a time delay on sent emails to let you rescind them within 10 seconds if you happened to impulsively fire it out with an error in plain sight. It exists already on mobile within Google’s Inbox app on both...
Today, aerospace venture Stratolaunch announced plans to develop a whole suite of rockets that will be able to launch from underneath the wings of the company’s massive six-engine plane. Three entirely new rockets are planned, including a reusable spaceplane that would bring cargo — and, eventually, people — to and from orbit. Stratolaunch says the plan is for the first of these new vehicles to launch in 2022.
Stratolaunch, created by Microsoft co-founder Paul Allen, has been developing a giant dual-fuselage plane to launch rockets into orbit. The vehicle is meant to act like a flying launchpad; it’s designed to carry rockets to a high altitude and then release them just before they ignite their engines and travel onward to space. It’s a...
Weather app Dark Sky has been updated for iOS today with the same visual-focused upgrade that came to Android users several months ago. The update brings a few new features, most prominently the merging of forecasts into a single page that you can scroll through, which lists current weather conditions over the next hour, day, and week. There’s also a general interface overhaul that changes the app’s signature black-and-white weather icons into colorful sun and clouds.
The app, which has been on iOS since 2012 and Android since 2016, is known for providing up-to-the-minute and location-specific forecasts with smart design. It costs $3.99 to download. Although Dark Sky says in its blog post that the update is coming to Android today, the...
“For gamers, by gamers” may be Razer’s tagline, but it’s the approach taken by literally every gaming hardware company out there. The surest route to earning the respect of gaming enthusiasts is to earn (or buy) the endorsement of professional gamers. Logitech’s latest mouse hews close to this tradition, though with a special new accolade: before it’s even been released, the Logitech G Pro Wireless mouse has already won an e-sports tournament. London Fusion, the triumphant team at the inaugural Overwatch League championship, was using Logitech’s unannounced mouse all the way to the final.
Logitech positions the Pro Wireless as a mouse designed by gamers themselves, and the company collaborated with more than 50 pro gamers in shaping the...
Ahead of this month’s IFA show in Berlin, LG has announced a pair of neckbud products that come with Google Assistant support. Like LG’s G7 phone, the Tone Platinum SE earbuds have a dedicated button that can be used to invoke the Assistant without the “Okay Google” voice command. The Tone Ultra SE is the same thing, but with a mono speaker as well as the earbuds so you can listen to audio without blocking out your surroundings.
LG thinks the Assistant button will be particularly useful when using features such as Google Translate, and it’s true that having to say “Hey Google” all the time would be even weirder in the middle of a conversation in a language that you don’t speak. But this idea wasn’t particularly natural when Google tried...
Twitch Prime, the streaming video site’s Amazon-style benefits program, will no longer include ad-free viewing as a complimentary perk starting on September 14th, the company announced today. Initially launched two years ago as a suite of benefits for Amazon Prime subscribers, Twitch Prime has grown into a more robust platform that offers free games, in-game loot for select titles, and a monthly channel subscription credit that can be awarded to a streamer of the member’s choice.
All those perks are remaining part of Twitch Prime, and the only aspect of the service that is changing going forward is the ad-free viewing. Twitch describes the decision as a way to help better support streamers. “Advertising is an important source of support...
Dontnod has finally revealed the heroes of its upcoming game Life is Strange 2, an indirect sequel to its award-winning episodic series Life is Strange. The game stars two young brothers, Sean and Daniel Diaz (ages 16 and nine, respectively), on the run from authorities following a “tragic event” as they seek refuge in Puerto Lobos, Mexico.
The game will focus heavily on the bonds of brotherhood. According to Dontnod, as Sean, players will “need to make the kind of tough choices you can expect from a Life is Strange game, and you will need to live with the consequences of your actions.” Like its predecessor, Life is Strange 2 will feature a mysterious new power, though it’s yet to be revealed. In the original series, heroine Max had the...
Amazon is discontinuing its two-year-old video game preorder discount program for Prime members on August 28th, the company announced today. In its place, Amazon will offer members a $10 credit with a preorder, but only for select titles. The credit will take up to 35 days to arrive. Once activated, customers will have 60 days to put the money toward a separate purchase on Amazon.
Back in July, CNET noted a change to the Prime platform’s Terms of Service that suggested Amazon would change its game discount policy to exclude certain titles. Now, it seems like the company is simply replacing it wholesale.
The Prime video game discount program started in January 2016, and it’s been one of the most substantial discount benefits the platform...
Apple is nearing the release of a long-awaited, completely redesigned successor to its MacBook Air laptop, according to Bloomberg. The new “low-cost” model reportedly features slimmer bezels and a high-resolution Retina display. It will otherwise “look similar to the current MacBook Air,” though port selection is anyone’s guess.
The once-revered MacBook Air has languished in update limbo ever since Apple shifted its focus to the MacBook Pro and 12-inch MacBook. Some viewed the latter’s introduction as Apple moving on from the Air. But its starting price is hundreds of dollars more expensive, which has led the company to keep the $1,000 Air around — with its low-res screen and outdated specs — for customers on a budget and for the...
Google’s Undo Send feature has been saving people from embarrassing typos, mistakes, and other email taboos for years on the web version of Gmail. Now, the feature is being carried over to the official mobile version of Google’s email app, starting with a release on the official Android version of Gmail, according to Android Police. The feature should arrive with Gmail version 8.7.
The feature started as a Google Labs experiment you had to toggle on before graduating to the official Gmail feature list in 2015. It works by implementing a time delay on sent emails to let you rescind them within 10 seconds if you happened to impulsively fire it out with an error in plain sight. It exists already on mobile within Google’s Inbox app on both...
Today, aerospace venture Stratolaunch announced plans to develop a whole suite of rockets that will be able to launch from underneath the wings of the company’s massive six-engine plane. Three entirely new rockets are planned, including a reusable spaceplane that would bring cargo — and, eventually, people — to and from orbit. Stratolaunch says the plan is for the first of these new vehicles to launch in 2022.
Stratolaunch, created by Microsoft co-founder Paul Allen, has been developing a giant dual-fuselage plane to launch rockets into orbit. The vehicle is meant to act like a flying launchpad; it’s designed to carry rockets to a high altitude and then release them just before they ignite their engines and travel onward to space. It’s a...
Weather app Dark Sky has been updated for iOS today with the same visual-focused upgrade that came to Android users several months ago. The update brings a few new features, most prominently the merging of forecasts into a single page that you can scroll through, which lists current weather conditions over the next hour, day, and week. There’s also a general interface overhaul that changes the app’s signature black-and-white weather icons into colorful sun and clouds.
The app, which has been on iOS since 2012 and Android since 2016, is known for providing up-to-the-minute and location-specific forecasts with smart design. It costs $3.99 to download. Although Dark Sky says in its blog post that the update is coming to Android today, the...
দুবাইয়ে নদিয়ার শ্রমিকের রহস্যমৃত্যু। খুনের অভিযোগ পরিবারের। ঘটনার ১৪ দিন পর গ্রামের বাড়িতে ফিরল কফিনবন্দি দেহ। পরিবারের দাবি, বছরদেড়েক আগে হোগলবেড়িয়ার কুচাইডাঙা গ্রাম থেকে কাজের সন্ধানে দুবাই যান মহিবুল খান। চলতি মাসের ৮ তারিখ তাঁর বাড়িতে ফোন করে এক সহকর্মী জানান, ৭ অগাস্ট মহারাষ্ট্র ও হায়দরাবাদের দুই যুবক মহিবুলকে খুন করেছে। যদিও খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার। দুবাই থেকে মৃত শ্রমিকের দেহ আনতে স্থানীয় তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রর দ্বারস্থ হয় মৃত শ্রমিকের পরিবারের লোকজন। এরপর আজ সকালে মৃতদেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হয়।
মুম্বই: শনিবার নিক জোনাসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। বিরাট পার্টিও দেন তিনি। তাতে বলিউডি তারকারা যেমন ছিলেন, তেমনই ছিলেন দুই তরফের আত্মীয়স্বজনরা। এবার নিক-প্রিয়ঙ্কার এনগেজমেন্ট কেকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। <a href="https://static.abplive.in/wp-content/uploads/sites/3/2018/08/21105204/engagement-cake.jpg"><img class="alignnone size-medium wp-image-506243" src="https://ift.tt/2nTsL3J" alt="" width="225" height="300" /></a> সাদা-গোলাপি ফুলের কাজে সাজানো কেকটির ওজন নয় নয় করে ১৫ কেজি। তিনজন পূর্ণবয়স্ক পুরুষ এটি সাবধানে বয়ে নিয়ে আসেন। <a href="https://static.abplive.in/wp-content/uploads/sites/3/2018/08/21105220/engagement-cake-1.jpg"><img class="alignnone size-medium wp-image-506244" src="https://ift.tt/2OP0hnl" alt="" width="213" height="300" /></a> অনুষ্ঠানে ছিলেন ডিজে খুশি। তিনি জানিয়েছেন, মার্কিন নিক জোনাস যতটা না আমেরিকান, তার থেকে অনেক বেশি ভারতীয়। ডান্স ফ্লোরে খুশি হিপ হপ, আর অ্যান্ড বি যেমন বাজিয়েছেন, তেমনই চলেছে বলিউডের বন যা তু মেরি রানি, বম ডিগি ডিগি বম ও গাল্লাঁ গুড়িয়ার মত গান। <a href="https://static.abplive.in/wp-content/uploads/sites/3/2018/08/21105244/nick-priyanka-1.jpg"><img class="alignnone size-medium wp-image-506245" src="https://ift.tt/2vXroWq" alt="" width="300" height="300" /></a>
পটনা: বিহারের ভোজপুরে এক যুবকের খুনের ঘটনায় হাত রয়েছে সন্দেহে অভিযুক্ত মহিলার কাপড় ছিঁড়ে তাঁকে নগ্ন করে গ্রামে ঘোরালো ক্রোধে উন্মত্ত জনতা। তাঁকে মারধরও করা হয়। ঘটনার সময় নিষ্ক্রিয় থাকার অভিযোগে এসএইচও সহ ৮ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভোজপুরের দামোদরপুর গ্রামের বাসিন্দা ১৯ বছরের বিমলেশ শাহর দেহ উদ্ধার হয় রেল লাইনের পাশ থেকে। তাঁর গ্রামের লোক অভিযোগ করেন, স্থানীয় যৌন পল্লীর বাসিন্দারা গলা টিপে খুন করেছে তাঁকে। এ নিয়ে হইচই শুরু হলে জনতা বাজারে ঢুকে বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়, বহু লোককে মারধর করে। তখনই এক মহিলার পোশাক ছিঁড়ে তাঁকে নগ্ন করে ঘোরানো হয়। পাশ দিয়ে যাওয়া ট্রেনের ওপরেও ছোঁড়া হয় পাথর। বিক্ষোভকারীদের ঠেকাতে গুলি চালায় পুলিশ। জবাবে ভিড় থেকেও ছুটে আসে গুলি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনার অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। আরজেডি নেতা ও বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব টুইট করে বলেছেন, নীতীশ রাজের কুশাসনের ফলেই আরা এলাকায় এক মহিলাকে বস্ত্রহীন করে ঘোরানো হয়েছে, গণধোলাই দেওয়া হয়েছে। <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="hi" dir="ltr">नीतीश जी के कुशासनी राज में कल बिहार के आरा में एक महिला को निर्वस्त्र दौड़ा-दौड़ा कर मॉब लिंचिंग की कोशिश की गई।<br><br>इंसानियत को तार-तार करने वाली इस घिनौनी घटना को देख व सुन रूह कांप गयी।<br><br>नैतिक बाबू, अगर मानवता, शर्म और संवेदना बची है तो अंतरात्मा जगा जल्दी से राजभवन पहुँचिये।</p>— Tejashwi Yadav (@yadavtejashwi) <a href="https://twitter.com/yadavtejashwi/status/1031724296651993090?ref_src=twsrc%5Etfw">August 21, 2018</a></blockquote> </code>
<strong>মুম্বই</strong>: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সাধারণত নিজের ব্যক্তি জীবন নিয়ে সেভাবে কখনওই মুখ খোলেন না। তবে সাম্প্রতিক এক সাক্ষাতকারে তিনি লাভ লাইফ নিয়ে খোলাখুলি কিছু কথা বলেছেন। তাঁর দ্বিতীয়পক্ষের স্ত্রী কিরণ রাওয়ের প্রেমে তিনি কীভাবে পড়েছেন, সেকথা নিজেই জানিয়েছেন আমির। শুধু কিরণ নয়, তাঁর প্রথমপক্ষের স্ত্রী রিনা, তাঁর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়েও ওই সাক্ষাতকারে অনেক কথা বলতে শোনা গিয়েছে আমিরকে। কিরণের সঙ্গে আমিরের দেখা ‘লগন’ ছবির শ্যুটিং সেটে। সেখানে কিরণ ছিলেন অন্যতম সহকারী পরিচালক। তবে সেসময় তাঁদের মধ্যে সেভাবে বন্ধুত্বও গড়ে ওঠেনি। রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আমিরের ফের দেখা হয় কিরণের সঙ্গে। ডিভোর্সের পর কোনও এক টালমাটাল মুহূর্তে ফোন করেন কিরণ। তখনই আবেগপ্রবণ হয়ে আমির কিরণের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা বলেন। ফোন রাখার পর আমিরের মনে হয়েছিল, ধন্যবাদ ভগবান, আমি ওঁর সঙ্গে কথা বলতে পেরে ভীষণই খুশি। সেই ফোনের পরই আমির-কিরণ প্রেম করা শুরু করেন, তারপর লিভ টুগেদারও করেন। এরপর ২০০৫ সালে ফের দ্বিতীয়বার বিয়ে করেন আমির। প্রথম বিবাহ বিচ্ছেদের তিন বছর পর। আমিরের স্বীকারোক্তি, তাঁর জীবনে একটি দিনও আজ তিনি কিরণকে ছাড়া ভাবতে পারেন না। এরপর আমিরকে প্রশ্ন করা হয়, তিনি কি মানসিকভাবে শক্তিশালী মহিলাদেরই পছন্দ করেন? নায়কের উত্তর, কিছুটা তাই। এব্যাপারে তাঁর প্রথম পক্ষের স্ত্রী রিনারও উচ্ছ্বসিত প্রশংসা করেন আমির। তাঁর কথায়, তাঁদের প্রথম বিয়ে না টিকলেও, রিনার জন্যে তাঁর যথেষ্ট শ্রদ্ধা এবং ভালবাসা আছে মানুষ হিসেবে। তবে পেশাদার জীবনে পারফেকশনিস্ট হওয়ার ফলে আমির যে নিজের পারিবারিক জীবনকে কিছুটা অবহেলা করেন বা করেছেন সেকথাও স্বীকার করেছেন। আমিরের কথায়, তিনি তাঁর কাজের মধ্যে এতটাই ঢুকে যান, যে সেসময় পরিবার নিয়ে তিনি আর ভাবেনই না। এব্যাপারে কিরণ একবার তাঁকে বলেছিলেন, তুমি আসলে আমাদের ব্যাপারে আগ্রহীও নও। পরে নিজের ভুল বুঝতে পারেন আমির। এখন তিনি রাত আটটা অবধি কোনও সাক্ষাতকার, মিটিং রাখেন না। আজাদ ঘুমিয়ে যাওয়ার পর সমস্ত মিটিং, বৈঠক রাখেন। ছেলেকে পর্যাপ্ত সময় দেওয়াই আমিরের লক্ষ্য, সঙ্গে জীবনসঙ্গীকেও।
For those of you who don’t know, Deadpool 2 is scheduled to complete the journey to home video tomorrow, and it would appear the foul-mouthed mutant has taken control of the marketing campaign. Throughout the last week or so, we’ve witnessed an onslaught of promotional ballyhoo – not that we’re complaining, mind you – including a new teaser, which, by the way, one can’t help but feel is teasing the third installment in the series.
Nevertheless, if you’re not interested in looking to the future, you can dwell in the past with a new clip from the impending home video release of Deadpool 2. Courtesy of Yahoo, the snippet – which you can check out below – will “lovingly” take you behind the curtain of the 20th Century Fox production and completely spoil the biggest, well-kept secret of superhero cinema. Therefore, if you’ve yet to see the film, turn back now.
You’ve been warned.
Featuring commentary from Rhett Reese, Paul Wernick, David Leitch and Ryan Reynolds, the roughly two-minute and thirty-second featurette goes into sufficient detail on how Juggernaut was created, and ultimately concealed from the public eye until release. Not to mention, Leitch also takes a cheap shot at Reynolds toward the end, which alone is worth a viewing.
However, if the featurette isn’t enough to make you pry open your wallet, you should know that Deadpool 2: The Super Duper $@%!#& Cut will also be included on the home release. On it, you’ll find “fifteen minutes of unrated goodies,” including an audio commentary done by the aforementioned filmmakers. I mean, surely watching the creative team poke fun at the pending amalgamation between The Walt Disney Company and 21st Century Fox makes this one worth picking up, wouldn’t you say?
from Movies – We Got This Covered https://ift.tt/2N3ELL8
What was Doctor Strange thinking in Avengers: Infinity War? It’s a question that’s arisen time and time again in fan forums as viewers draw on their best detective skills to predict how the Sorcerer Supreme’s long-term vision will come to fruition in next year’s Avengers 4. Just take this recent theory on Reddit for example, which observes Strange’s unusual choice to surrender the Time Stone to Thanos, and connects this to the post-credits twist of Ant-Man and the Wasp.
As with most Stephen Strange theories in the wake of Infinity War, this one all comes back to the part where Benedict Cumberbatch’s character looks forward in time to the millions of possible futures and concludes that just one sees them come out victorious in the fight against the Mad Titan.
With this curious scene in mind, it’s generally assumed that Strange’s seeming moment of weakness against Thanos was actually part of his mysterious strategy to realize this one favorable future. But if he intended to give the intergalactic tyrant the Time Stone all along, why didn’t he do so earlier? Why expend the energy battling the purple despot if he knew that this is how their exchange would end?
Go Behind The Scenes Of All Your Favorite MCU Films
Redditor Trullius acknowledges a previous theory which argues that the doctor was playing for time, allowing Thor to attain the mighty Stormbreaker axe in order to slay Thanos – or not, as it sadly turned out. Trullius, however, offers the alternative notion that it wasn’t Thor whom Strange was counting on, but rather one Scott Lang, which brings us to that Ant-Man and the Wasp cliffhanger.
In the latest MCU movie’s post-credits scene, Scott ventures into the Quantum Realm only to find himself trapped there after his friends in the normal world are turned into dust as a result of Thanos’ snap. Though this leaves Ant-Man in a pretty awkward position, it remains a hugely popular prediction that the Quantum Realm will play a major role in the eventual defeat of the Avengers’ greatest enemy. Apparently, Doctor Strange could be thinking the same thing, since according to Trullius, his delayed surrender of the stone was an attempt to time the genocidal finger-snap with Scott’s entry into the Realm.
So, why is it advantageous for Scott to be in the Quantum Realm at the time of the snap? The Reddit theory doesn’t get that far in its speculation, though the Russo Brothers have already shot down the notion that being in this zone protected Ant-Man from the effects of Thanos’ snap, attributing his survival instead to dumb luck.
In any case, this theory seems to line up pretty well with what know and believe already about next year’s film. But whatever future the Russos have mapped out for Stephen, Scott, and the rest of the partially dusted superhero ensemble, you can be sure that these various multi-movie plot strands are going to find some way of coming together when Avengers 4 hits theaters on May 3rd, 2019, and the results are going to be universe-changing.
from Movies – We Got This Covered https://ift.tt/2MHpUsE