নয়াদিল্লি: ৫১ বছর বয়সে মারা গেলেন জৈন সন্ন্যাসী তরুণ সাগর। দিল্লিতে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জন্ডিস হয়েছিল তাঁর। টেলিভিশনে ধর্ম প্রবচন ব্যাখ্যা করা এই সন্ন্যাসীর লাখ লাখ অনুগামী রয়েছেন। তরুণ সাগরের শেষ যাত্রা শুরু হবে দিল্লির রাধেপুরী থেকে। দিল্লি থেকে ২৫ কিলোমিটার দূরে তরুণসাগরম তীর্থে বেলা ৩টের সময় হবে অন্তিম সংস্কার। এই জৈন সাধু তাঁর তিক্ত প্রবচনের জন্য খ্যাত ছিলেন। তাঁর প্রবচন সঙ্কলিত বইও বেরিয়েছে। প্রয়াত সন্ন্যাসীর জন্ম হয় ১৯৬৭-র ২৬ জুন, মধ্য প্রদেশের দমোহে। ১৪ বছর বয়সে দীক্ষা নেন তিনি। তাঁর প্রয়াণে তাঁর অনুগামীরা শোকপ্রকাশ করেছেন। টুইট করে শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="hi" dir="ltr">जैन मुनि श्रद्धेय तरुण सागर जी महाराज के असामयिक महासमाधि लेने के समाचार से मैं स्तब्ध हूँ। वे प्रेरणा के स्रोत, दया के सागर एवं करुणा के आगार थे। भारतीय संत समाज के लिए उनका निर्वाण एक शून्य का निर्माण कर गया है। मैं मुनि महाराज के चरणों में अपनी श्रद्धांजलि अर्पित करता हूँ।</p>— Rajnath Singh (@rajnathsingh) <a href="https://twitter.com/rajnathsingh/status/1035713569483104257?ref_src=twsrc%5Etfw">September 1, 2018</a></blockquote> </code> তরুণ সাগর ছিলেন জৈন দিগম্বর সম্প্রদায়ের ধর্মগুরু। পরিবার, সমাজ ও রাজনীতি বিষয়ক নানা বিষয়ে আলোচনা করতেন তিনি, যা সম্পর্কে সাধারণত ধর্মগুরুরা কথা বলতে চান না। এ জন্য বেশ কয়েকবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।
from home https://ift.tt/2Pqa8jz
No comments:
Post a Comment
Please let me know