meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: বিহারে ২০১৯-এর আসনরফা হয়েছে শাসক জোটে? এনডিএ-তে কিছু লোক মোদীকে প্রধানমন্ত্রী পদে চায় না, বললেন কেন্দ্রীয় মন্ত্রী কুশওয়া

Followers

বিহারে ২০১৯-এর আসনরফা হয়েছে শাসক জোটে? এনডিএ-তে কিছু লোক মোদীকে প্রধানমন্ত্রী পদে চায় না, বললেন কেন্দ্রীয় মন্ত্রী কুশওয়া

পটনা: বিহারে লোকসভা ভোটের আসনরফা নিয়ে কোনও বৈঠক হওয়ার কথা অস্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়া। সূত্রকে উদ্ধৃত করে মিডিয়ার একাংশে দাবি করা হচ্ছে, ২০১৯ এর ভোট মাথায় রেখে বিজেপি ও শরিকদের মধ্যে বোঝাপড়া হয়েছে। বিজেপি রাজ্যে ৪০টির মধ্যে ২০টি আসনে লড়বে। শরিক জনতা দল (ইউ), লোকজনশক্তি পার্টি, রাষ্ট্রীয় লোক সমতা পার্টি ও তাদের একটি দলছুট গোষ্ঠী যথাক্রমে ১২, ৫, ২ ও ১টি আসনে প্রার্থী দিচ্ছে। কিন্তু যাবতীয় রিপোর্ট খারিজ করে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী কুশওয়ার দাবি, বিহারে আসন বন্টন সম্পর্কে কোনও কথাই হয়নি। আমি খবর দেখেছি, তাতে বিজেপি নেতা সুশীল কুমার মোদী ও রামবিলাস পাসোয়ানের দল এলজেপি-ও পরিষ্কার করে দিয়েছেন, আলোচনা এখনও অমীমাংসিত রয়েছে। গতকাল ট্যুইটে বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল কুমার মোদী লেখেন, ২০১৯-এর আসন রফা নিয়ে কোনও সিদ্ধান্তও এনডিএ-তে হয়নি, কোনও বিতর্কও নেই। আমরা ৪০টি আসনের সবগুলিই জিতব, এটা এনডিএ-র সব শরিকেরই একক টার্গেট। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী কুশওয়ার দাবি, মিডিয়া রিপোর্টের কোনও ভিত্তিই নেই। তিনি বলেন, একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, এনডিএ-তেই কিছু লোক আছে যারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে চায় না। তারাই এ ধরনের বাজে খবর ছড়াচ্ছে। যদিও তারা কারা, তারা কি বিহারের লোক, জানতে চাওয়া হলে কারও নাম করতে চাননি কুশওয়া। তিনি বলেন, এটা জোটের ঘরোয়া ব্যাপার। বাইরে এ নিয়ে আলোচনা করতে চাই না। যা বলার, বলেছি। এ সপ্তাহের গোড়ায় কুশওয়া শোরগোল ফেলে বলেছিলেন, যাদবদের দুধ আর কুশওয়াদের চাল দিয়ে সু্স্বাদু ক্ষীর তৈরি হতে পারে। যদিও পরে জল্পনায় জল ঢেলে সাফাই দেন, তিনি লালুপ্রসাদ যাদবের আরজেডি-কে কোনও বার্তা দেননি ওই মন্তব্যে। আজও তাঁকে প্রশ্ন করা হয়, আরজেডি, কংগ্রেসের মহাজোট কি তাঁর দলকে ৫টা আসন দিতে চেয়েছে। কুশওয়া পাল্টা বলেন, আমরা খেয়ালি পোলাও (দিবাস্বপ্ন)-এ নয়, ক্ষীর বানানোয় বিশ্বাস করি। আমি সে-ই লোক যে নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী পদে চায়।

from home https://ift.tt/2MIRaI8

No comments:

Post a Comment

Please let me know