জাকার্তা: ৮ বারের বিশ্বজয়ী নিকোল ডেভিডকে হারিয়ে দেশকে এশিয়ান গেমসের ফাইনালে তুললেন স্কোয়াশ খেলোয়াড় জ্যোৎস্না চিনাপ্পা। কার্যত তাঁর পারফরম্যান্সের সুবাদে ভারতীয় মহিলা দল মালয়েশিয়াকে হারাল ২-০ ফলে। এ নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছলেন দেশের মহিলা খেলোয়াড়রা। ভারতীয় দলে জ্যোৎস্না ছাড়াও ছিলেন দীপিকা পাল্লিকল কার্তিক, সুনয়না কুরুভিল্লা ও তানভি খান্না। সম্ভবত হংকংয়ের বিরুদ্ধে ফাইনাল খেলবেন তাঁরা। গতকাল ফাইনাল পুল ম্যাচে হংকংয়ের কাছে ১-২ হারে ভারত। ফলে সেমিফাইনালে তাদের খেলতে হয় এশিয়ান গেমসের ইতিহাসে সেরা স্কোয়াশ দল মালয়েশিয়ার সঙ্গে। ৩১ বছরের জ্যোৎস্না বিশ্বের ১৬ তম খেলোয়াড় হওয়া সত্ত্বেও হংকংয়ের অ্যানি আউকে হারাতে পারেননি। এ জন্য কান্নাকাটিও করেন। কিন্তু ৮ বারের বিশ্বসেরা ও ৫ বার এশিয়াডে সোনাজয়ী নিকোল ডেভিডের বিরুদ্ধে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন খেলোয়াড়কে। চতুর্থ গেমে ১০-৯-এ ম্যাচ বল পান জ্যোৎস্না। কিন্তু পরপর ৩টি পয়েন্ট জিতে ২-২ করে ফেলেন নিকোল। কিন্তু এরপর ভারতীয় খেলোয়াড় আর কোনও ভুল করেননি। ১০-৯ থেকে ম্যাচ জিতে এশিয়াডে তাঁর কেরিয়ার সেরা জয় পান তিনি। খেলার ফল ১২-১০, ১১-৯, ৬-১১, ১০-১২ ও ১১-৯। বিশ্বের ১৯ নম্বর খেলোয়াড় দীপিকা পাল্লিকলও জিতে নেন তাঁর ম্যাচ। বিশ্বের প্রাক্তন পঞ্চম সেরা খেলোয়াড় লো উই ইয়ার্নকে তিনি হারান ১১-২, ১১-৯, ১১-৭ ফলে। তাঁর শক্তির সঙ্গে মালয়েশীয় খেলোয়াড় এঁটে উঠতে পারেননি। আগামীকাল হবে ফাইনাল ম্যাচ।
from home https://ift.tt/2wvLyXB
No comments:
Post a Comment
Please let me know