<strong>বার্মিংহাম: </strong> গত কয়েকমাস মাঠের বাইরের সমস্যা জেরে জেরবার মহম্মদ সামি। এরইমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে প্রথম টেস্টে দুরন্ত প্রত্যাবর্তন ভারতীয় দলের এই ফাস্ট বোলারের। ৬৪ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা, টেস্টের প্রথম দিনে তাঁর বোলিং ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছে। ঘন্টায় ৯০ কিমি গতিতে বল করেছেন তিনি। দুদিকেই সুইং করাতে সক্ষম হয়েছেন তিনি। তাঁর দুই উইকেট ও আর অশ্বিনের ৬০ রানে ৪ উইকেটের দৌলতে ভারত প্রথম দিনে সুবিধাজনক অবস্থায়। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ৯ উইকেটে ২৮৫ রান। গতকাল সামির প্রত্যাবর্তনই সবার নজর কেড়েছে। দিনের শেষে সামি বলেছেন, ক্রিকেটের প্রতি টানই বাইরের সমস্যার সঙ্গে লড়াই করার ক্ষেত্রে সাহায্য করেছে। কয়েক মাস আগে সামির স্ত্রী তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সমস্যা ও পারিবারিক হিংসার অভিযোগ এনেছিলেন। আইপিএলের আগে পথ দুর্ঘটনায় চোট পেয়েছিলেন তিনি। আইপিএলে খেললেও পরে ইয়ো ইয়ো টেস্টে উতরোতে না পারায় আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট দলে জায়গা পাননি তিনি। সামি বলেছেন, দক্ষিণ আফ্রিকা সফরের পর অনেকগুলি দিন কেটে গিয়েছে। ওই সফরের পর মাঠের বাইরের কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এরমধ্যে আমাকে কঠিন লড়াই লড়তে হয়েছে। কিন্তু যা আমি ভালোবাসি, তা করে গিয়েছে এবং আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হল ক্রিকেট। আমি আমার কাজটা করে যেতে চেয়েছিলাম আর দেখতে চেয়েছিলাম, জীবনের বাকি দিনগুলিতে কী হয়। যত সমস্যার মুখেই পড়ি না কেন, আমি ক্রিকেটটা খেলতে চেয়েছিলাম। তার ফলটা সবার সামনেই রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ভারত ২-১ হেরে গিয়েছিল। ওই সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি ১৫ টি উইকেট পেয়েছিলেন সামি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দল ও নিজের পারফরম্যান্সে খুশি সামি। তিনি বলেছেন, বোলিং ইউনিট ও ব্যক্তিগতভাবে এদিনের পারফরম্যান্সে আমি খুশি। এই পারফরম্যান্স করতেই আমি কঠোর পরিশ্রম করেছি। সামি বলেছেন, সকালে উইকেট কিছুটা স্লো ছিল, যা বোলারদের কাজটা কঠিন নিঃসন্দেহে কঠিন করে দেয়। এ ধরনের উইকেটে সারাদিনই নির্দিষ্ট লাইন-লেংথে বল করে যেতে হয়। সেই কাজটা বোলারা সঠিকভাবেই করেছে।
from home https://ift.tt/2LV7GUl
No comments:
Post a Comment
Please let me know