<strong>বার্মিংহাম</strong>: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন প্রথম ইনিংসের শুরুটা ভাল করেও, পরপর তিন উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতীয় দলের রান ৩ উইকেটে ৭৬। ক্রিজে অধিনায়ক বিরাট কোহলি (৯) ও অজিঙ্ক রাহানে (৮)। ফিরে গিয়েছেন দুই ওপেনার মুরলী বিজয় (২০) ও শিখর ধবন (২৬) এবং তিন নম্বরে নামা লোকেশ রাহুল (৪)। তিন উইকেট নিয়েছেন স্যাম কুরান। ভারতীয় দল এখনও ২১১ রানে পিছিয়ে। গতকাল দিনের শেষে ইংল্যান্ডের পান ছিল ৯ উইকেটে ২৮৫। আজ স্কোরবোর্ডে আরও ২ রান যোগ হওয়ার পরই মহম্মদ শামির বলে আউট হয়ে যান কুরান। তিনি ২৪ রান করেন। ২ রান করে অপরাজিত থেকে যান জেমস অ্যান্ডারসন। রবিচন্দ্রন অশ্বিন ৬২ রান দিয়ে ৪, শামি ৬৪ রান দিয়ে ৩ এবং ইশান্ত শর্মা ও উমেশ যাদব একটি করে উইকেট নেন। ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে দেওয়ার পর ভারতের ইনিংসের শুরুটা ভাল করেন বিজয় ও ধবন। কিন্তু দলের ৫০ রানের মাথায় বিজয় কুরানের বলে বিজয় এলবিডব্লু হওয়ার পরেই ভারতীয় ইনিংসে সাময়িক ধস নামে। এই ওভারেই ফিরে যান রাহুল। তিনি ক্রিজে এসে প্রথম বলে বাউন্ডারি মারার পর দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান। ভারতীয় দলের ৫৯ রানের মাথায় কুরানের তৃতীয় শিকার হন ধবন। এখন বিরাট ও রাহানে লড়াই চালাচ্ছেন।
from home https://ift.tt/2OyqbMG
No comments:
Post a Comment
Please let me know