<strong>হায়দরাবাদ</strong>: রাজীব গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরেই জাজিরা এয়ারওয়েজের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। আজ দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে। বিমানটিতে ১৪৫ জন যাত্রী ছিলেন। তাঁদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। জাজিরা এয়ারওয়েজের মুখপাত্র জানিয়েছেন, ‘এই ধরনের ঘটনাকে উড়ান শিল্পের ভাষায় টেইলপাইপ ফ্লেয়ার বলা হয়। আগুন ধরে যাওয়ার পরেই আমাদের পাইলট তেল ও আঁচ বন্ধ করে দেন। সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়। সব যাত্রীকে নিরাপদে বার করে আনা হয়।’ <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Flight update <a href="https://t.co/3XMOOchxAg">pic.twitter.com/3XMOOchxAg</a></p>— طيران الجزيرة (@JazeeraAirways) <a href="https://twitter.com/JazeeraAirways/status/1025025876851871745?ref_src=twsrc%5Etfw">August 2, 2018</a></blockquote> </code> বিমানবন্দর সূত্রে খবর, কুয়েত থেকে আসা বিমানটি অবতরণের পরেই ডানদিকের ইঞ্জিনে সামান্য আগুন দেখতে পায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। গ্রাউন্ড স্টাফরা পাইলটকে সতর্ক করেন। সঙ্গে সঙ্গে দু’টি ইঞ্জিনই বন্ধ করে দেন পাইলট।
from home https://ift.tt/2ABXbAW
No comments:
Post a Comment
Please let me know