মুম্বই: পাকিস্তান সেন্সর বোর্ড তাঁর নতুন ছবি ‘মুলক’ নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন এর পরিচালক অনুভব সিনহা। এ ছবিতে ইসলাম সম্পর্কে ছড়ানো আতঙ্ক নিয়ে আদালত কক্ষের ভিতরে টানটান নাটক তুলে ধরা হয়েছে। পাকিস্তানের দর্শকদের উদ্দেশ্যে লেখা এক ‘খোলা চিঠি’তে অনুভব বলেছেন, বেআইনি ভাবে ডাউনলোড করতে হলেও ছবিটা দেখুন। ‘পাকিস্তানের প্রিয় নাগরিকবৃন্দ’ বলে চিঠিতে তাঁদের উল্লেখ করে অনুভব জানিয়েছেন, হিন্দু ও মুসলিমদের মধ্যে ভালবাসা ও শান্তিপূর্ণ সহাবস্থান, এ ছবিতে এই গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়েছে। তিনি লিখেছেন, সম্প্রতি ‘মুলক’ নামে একটি ছবি করেছি। দুর্ভাগ্যের কথা, আপনারা বৈধ উপায়ে সেটা দেখতে পারবেন না, আপনাদের দেশের সেন্সর বোর্ড সেটি নিষিদ্ধ করেছে আপনাদের দেখতে দেবে না বলে। ভারতে কেউ কেউ মনে করছেন, ছবিতে মুসলিমদের হয়ে ওকালতি করা হয়েছে, আবার পাকিস্তানে মনে করা হচ্ছে যে, এতে মুসলিমদের সম্পর্কে একপেশে ধারণাই রয়েছে। ফলে তাঁকে নির্মম ভাবে ট্রোল করা হয়েছে। এখানেই আমার প্রশ্ন। যে ছবিতে সহাবস্থানের কথা রয়েছে, সেটা ওরা কেন দেখতে দিতে চায় না আপনাদের। জানি, আজ না হয় কাল, ছবিটা হাতে পাবেন আপনারা। দয়া করে দেখুন। আপনাদের মতামত জানান। চেয়েছিলাম, বৈধ ভাবেই ছবিটা আপনারা দেখবেন। দেশে আমাদের ডিজিটাল টিম পাইরেসি রুখতে কঠিন পরিশ্রম করছে। তা সত্ত্বেও বেআইনি ভাবে হলেও ছবিটা দেখুন। প্রসঙ্গত, সাম্প্রতিক কালে পাকিস্তানে ভীর ডি ওয়েডিং, প্যাডম্যান, পরী-এই তিনটি ছবিও নিষিদ্ধ করা হয়েছে।
from home https://ift.tt/2LKTIVV
No comments:
Post a Comment
Please let me know