meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: উত্তরপ্রদেশে মহিলা দলিত আধিকারিককে জল খেতে না দেওয়ায় ৬ জনের বিরুদ্ধে এফআইআর

Followers

উত্তরপ্রদেশে মহিলা দলিত আধিকারিককে জল খেতে না দেওয়ায় ৬ জনের বিরুদ্ধে এফআইআর

<strong>কৌশম্বী</strong>: গ্রামের উন্নয়নের কাজ খতিয়ে দেখতে যাওয়া মহিলা দলিত আধিকারিককে জল না দেওয়ার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কৌশম্বী জেলার মনজহানপুর ব্লকের অম্বাওয়া পূরব গ্রামে। পুলিশ সুপার প্রদীপ গুপ্ত জানিয়েছেন, তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন রোধ করা সংক্রান্ত আইনে অম্বাওয়া পূরব গ্রামের প্রধান শিব সম্পত, ভাইলা মকদুমপুর গ্রামের প্রধানের স্বামী পঙ্কজ যাদব, সাইবাসা গ্রামের প্রধান আনসার আলি, জেলা পঞ্চায়েতের সদস্য ঝাল্লার তিওয়ারি, জেলা পঞ্চায়েতি রাজ অফিসার (ডিপিআরও) রবিদত্ত মিশ্র ও রাজেশ সিংহর বিরুদ্ধে মনজহানপুর থানায় এফআইআর করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ড. সীমা নামে ওই আধিকারিক জানিয়েছেন, ‘ডিপিআরও রবিদত্ত মিশ্র ও ব্লক ডেভেলপমেন্ট চিফ ঝাল্লার তিওয়ারির সঙ্গে কথা বলার পরেই আমাকে গ্রামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেখানকার লোকজন আমার সঙ্গে অস্বাভাবিক আচরণ করেন। যে ৬ জন সেখানে ছিলেন, তাঁরা আমাকে আড়াই ঘণ্টা জল দেননি। আমাকে বলা হয়, আমি জল খেলে বোতলটি নষ্ট হয়ে যাবে এবং সেটি ফেলে দিতে হবে। আমি গ্রামবাসীদের কাছ থেকে জল চাই। কিন্তু গ্রামের প্রধান শিব সম্পত ও ডিপিআরও তাঁদের জল দিতে বারণ করেন। আমি ডায়াবেটিসে আক্রান্ত। জল না পেয়ে আমার অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছিল। আমাকে সেখান থেকে চলে আসতে হয়।’ এই ঘটনা নিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। কংগ্রেস মুখপাত্র অশোক সিংহ বলেছেন, ‘উত্তরপ্রদেশ সহ বিজেপি-শাসিত রাজ্যগুলিতে দলিতদের উপর অত্যাচার বাড়ছে। দলিত অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে। সরকারকে উচ্চ-পর্যায়ের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ সমাজবাদী পার্টি মুখপাত্র সুনীল সিংহ সাজন বলেছেন, ‘শাসক দলের একজন দলিত বিধায়ক যখন একটি আশ্রমে যাওয়ার পর যখন সেটি গঙ্গাজল দিয়ে পরিশুদ্ধ করা হয়, তখন সেই সরকারের বিষয়ে আর কী বলব! সবকা সাথ, সবকা বিকাশ স্লোগান বোধহয় সবচেয়ে বড় মিথ্যা। বিজেপি সংবিধানে বিশ্বাস করে না। ওরা এখনও দলিতদের অস্পৃশ্য হিসেবে গণ্য করে। ওরা মনুবাদী ব্যবস্থা চালু করতে চায়।’

from home https://ift.tt/2AxrIQn

No comments:

Post a Comment

Please let me know