meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: ‘অপারেশন ক্লিন ড্রাইভ’ কর্মসূচি: ১৫ দিনে বেরিয়ে যেতে হবে ‘অবৈধ অনুপ্রবেশকারীদের’, খান্ডু সরকারকে জানিয়ে দিল অরুণচলের ছাত্র সংগঠনের

Followers

‘অপারেশন ক্লিন ড্রাইভ’ কর্মসূচি: ১৫ দিনে বেরিয়ে যেতে হবে ‘অবৈধ অনুপ্রবেশকারীদের’, খান্ডু সরকারকে জানিয়ে দিল অরুণচলের ছাত্র সংগঠনের

ইটানগর: অসমে খসড়া জাতীয় নাগরিকপঞ্জিতে (এনআরসি) নাম না থাকা প্রায় ৪০ লক্ষ মানুষ লুকিয়ে অরুণাচল প্রদেশে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সেখানকার এক ছাত্র সংগঠন বিবৃতি দিয়ে ‘অ-অরুণাচলীয়দের’ বের করে দিতে ‘অপারেশন ক্লিন ড্রাইভ’ কর্মসূচিতে নামার কথা ঘোষণা করল। অরুণাচলে বাইরে থেকে ঢোকার মুখগুলিতে নজরদারি চালাতে সব জেলা প্রশাসনকে তারা সাহায্য করবে বলেও জানিয়েছে। অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন (আপসু) নামে ছাত্র সংগঠনটি আজ জানিয়ে দিয়েছে, রাজ্যে ‘নাগরিক তালিকার বাইরে থাকা লোকজনকে’ ১৫ দিনের মধ্যে চলে যেতে হবে। আপসু সাধারণ সম্পাদক তোবম দাই বলেছেন, অসমের খসড়া এনআরসি-তে ঠাঁই না পাওয়া লোকজনের অনেকে দেশ থেকে বহিষ্কারের ভয়ে অরুণাচল চলে আসতে পারে। আপসু সদস্য তাতুং তাগাকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠিত হয়েছে যারা সারা রাজ্যে অপারেশন ক্লিন ড্রাইভ অভিযান চালাবে। দাই এই অভিযান চলাকালে ‘অহেতুক হয়রানি’র মুখে পড়া এড়াতে ইনার লাইন পারমিট ও অন্যান্য দরকারি নথি সঙ্গে রাখতে জনগণকে আবেদন করেছেন। এই অভিযান বৈধ কাগজপত্র ছাড়াই রাজ্যে বসবাস করা বেআইনি অনুপ্রবেশকারীদের বাছাই করতেও সাহায্য করবে। গত সপ্তাহেই বিভিন্ন জেলায় প্রয়োজনীয় পারমিট না থাকা লোকজনকে চিহ্নিত করার অভিযান চালায় অরুণাচল সরকার। বৈধ ইনার লাইন পারমিট না থাকায় বেশ কয়েকজনকে আটক করা হয়। রাজধানী ইটানগর থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় কয়েকজনকে। আপসু ক্ষমতাসীন পেমা খান্ডু সরকারকে সারা রাজ্যে আরও ফাঁড়ি তৈরি করে কঠোর অনুপ্রবেশ বিরোধী ব্যবস্থা নিতে আবেদন করে।

from home https://ift.tt/2AAcLwT

No comments:

Post a Comment

Please let me know