meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: নতুন সুপারসনিক ইন্টারসেপ্টর মিসাইলের সফল পরীক্ষা ভারতের

Followers

নতুন সুপারসনিক ইন্টারসেপ্টর মিসাইলের সফল পরীক্ষা ভারতের

<p style="text-align: justify;"><strong>বালাসোর:</strong> সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ইন্টারসেপ্টর মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত।</p> <p style="text-align: justify;">বৃহস্পতিবার, সকাল ১১টা ২৪ মিনিট নাগাদ ওড়িশার উপকূলবর্তী বালাসোরের কাছে এপিজে আব্দুল কালাম দ্বীপে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ৪ নম্বর লঞ্চপ্যাড থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়।</p> <p style="text-align: justify;">কেন্দ্রীয় সূত্রের খবর, এখনও পর্যন্ত নতুন এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়নি। এদিন ওই ক্ষেপণাস্ত্রের ক্যানিস্টার ভার্সান উৎক্ষেপণ করা হয়। প্রথমে একটি অন্য মিসাইলকে ‘টার্গেট’ বানিয়ে উৎক্ষেপণ করা হয়। পরে, ইন্টারসেপ্টর গিয়ে মাঝ-সমুদ্রে অব্যর্থ নিশানায় লক্ষ্যে আঘাত করে।</p> <p style="text-align: justify;">কেন্দ্রীয় সূত্রের খবর, মূলত বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের অন্তর্গত তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ইন্টারসেপ্টর দেশের আকাশ-সীমার মধ্যে ঢুকে পড়া যে কোনও শত্রু-মিসাইল বা বিমান বা ড্রোনকে খতম করতে সক্ষম।</p> <p style="text-align: justify;">জানা গিয়েছে, শব্দের চেয়ে দ্রুতগতির এই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রটি ৭.৫ মিটার দৈর্ঘ্য। এটি সিঙ্গল-স্টেজ সলিড রকেট প্রোপেলড গাইডেড মিসাইল। এর মধ্যে রয়েছে নিজস্ব নেভিগেশন সিস্টেম, উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার এবং ইলেক্ট্রো-মেকানিক্যাল অ্যাক্টিভেটর।</p>  

from home https://ift.tt/2LMxDWY

No comments:

Post a Comment

Please let me know