নয়াদিল্লি: সংসদে সুষমা স্বরাজের গতকালের দাবি খারিজ করে তাঁকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। বিদেশমন্ত্রী বলেছিলেন, ডোকলাম নিয়ে ভারত-চিন সংঘাত, বিরোধ পরিণত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মিটিয়ে ফেলা গিয়েছে, একটুও জমি হাতছাড়া হয়নি। সেখানে স্থিতাবস্থা বজায় রাখা গিয়েছে। পাল্টা কংগ্রেস সভাপতি আজ ট্যুইট করেন, অবাক হয়ে যাচ্ছি, কী করে সুষমাজীর মতো মহিলা চিনের ঔদ্ধত্যের চাপে মাথা নোয়ালেন। নেতার প্রতি এমন চূড়ান্ত আনুগত্যের মানে হল, সীমান্তে মোতায়েন আমাদের সাহসী জওয়ানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। মার্কিন কংগ্রেসের মহিলা সদস্য অ্যান ওয়াগনার চিন ডোকলাম এলাকায় চুপিসারে তাদের কার্যকলাপ ফের শুরু করে দিয়েছে, কিন্তু ভারত বা ভুটানের কেউই চিনকে নিরস্ত করার চেষ্টা করেনি বলে যে দাবি করেছেন, সেই সংক্রান্ত একটি মিডিয়া রিপোর্টও ট্যুইটে ট্যাগ করেছেন রাহুল। মার্কিন কংগ্রেসের ওই দাবি অবশ্য নয়াদিল্লি যথারীতি খারিজ করেছে। ওয়াগনার গত সপ্তাহে এশিয়া ও প্রশান্তসাগরীয় এলাকা সংক্রান্ত মার্কিন হাউসের বিদেশ বিষয় সংক্রান্ত সাব কমিটির শুনানির সময় ওই দাবি করেন। সুষমা লোকসভায় বলেছেন, উহানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অঘোষিত সামিটের মূল উদ্দেশ্য ছিল দুই নেতার পারস্পরিক বোঝাপড়া, আস্থা অটুট থাকা ও অন্য উদ্দেশ্যগুলি পূরণ হওয়া সুনিশ্চিত করা।
from home https://ift.tt/2n3Gi8v
No comments:
Post a Comment
Please let me know