meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: গোটা দেশেই এনআরসি করা হোক, লোকসভায় দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

Followers

গোটা দেশেই এনআরসি করা হোক, লোকসভায় দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> অসমে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জীর খসড়া তালিকা প্রকাশ নিয়ে ডামাডোলের মধ্যেই দেশব্যাপী তালিকা তৈরি করার দাবি তুললেন বিজেপির এক সাংসদ।</p> <p style="text-align: justify;">এদিন লোকসভায় জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন, জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বের একাধিক জায়গায় সেনসাস বা জনগণনা করা হয়নি। তাঁর মতে, গোটা দেশেই এখন এনআরসি হওয়া উচিত।</p> <p style="text-align: justify;">নিশিকান্তের এই মন্তব্যে উত্তাল হয় নিম্নকক্ষ। এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিরোধী-পক্ষ। বিরোধী শিবিরের কয়েকজন সদস্য আবার অভিযোগ করেন, নিজের বক্তব্য পেশ করতে গিয়ে একাধিক আপত্তিজনক কথা বলেছেন বিজেপি সাংসদ। যার প্রেক্ষিতে সভাধ্যক্ষ স্পিকার সুমিত্রা মহাজন আশ্বাস দেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।</p> <p style="text-align: justify;">চলতি সপ্তাহেই অসমে জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হয়। অভিযোগ, ওই তালিকায় প্রায় ৪০ লক্ষ বৈধ নাগরিকের নাম বাদ পড়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষিতে এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় লোকসভায় দাবি করেন—খসড়া তালিকা থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর বহু হিন্দু ও মুসলিমের নাম বাদ পড়েছে।</p> <p style="text-align: justify;">এনআরসি-বিতর্ক নিয়ে এদিনও উত্তাল হয় সংসদ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে অসমে যাওয়ার অনুরোধ করেন সৌগত রায়। তিনি জানান, তাঁর দল এনআরসি-র বিরোধিতা করছে। নিজের বক্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রক্তপাত ও গৃহযুদ্ধ’ উক্তির উল্লেখ করেন সৌগত। এর বিরুদ্ধে আবার প্রতিবাদে সরব হয় শাসক-শিবির।</p>  

from home https://ift.tt/2AAucxd

No comments:

Post a Comment

Please let me know