<strong>সিকর:</strong> পেট্রল-ডিজেলের দাম বাড়ায় যদি পকেটে টান পড়লে কম জ্বালানি খরচ করা উচিত। এমনই পরামর্শ দিলেন রাজস্থানের মন্ত্রী রাজকুমার রিনওয়া। তিনি বলেছেন, ‘অপরিশোধিত তেলের দাম যখন চড়ছে, তখন লোকজন কেন জ্বালানির খরচ ও ব্যবহার কমাতে পারবেন না'। মন্ত্রী আরও বলেছেন, কোনও সামগ্রীর দাম বাড়লে যে কোনও দেশেই সেটির ব্যবহার কমতে শুরু করে। তিনি বলেছেন, পেট্রলের দাম সরকারের হাতে নেই। আন্তর্জাতিক বাজারে ভিত্তিতেই দাম নির্ধারিত হয়। গত রবিবারই রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে পেট্রল ও ডিজেলে ভ্যাট ৪ শতাংশ কমানোর কথা ঘোষণা করেছেন। এতে রাজ্যে পেট্রল ও ডিজেলের দাম লিটারে আড়াই টাকা করে কমবে। এদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২০ টি রাজনৈতিক দল পথে নেমেছে।
from home https://ift.tt/2Ny5HWL
No comments:
Post a Comment
Please let me know