শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হত ২ লস্কর-ই-তৈবা জঙ্গি। উত্তর কাশ্মীরের হান্ডওয়ারার গালুরায় জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আজ সকালে ওই এলাকা ঘিরে তল্লাসি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। পুলিশের জনৈক মুখপাত্র জানান, জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালালে প্রত্যাঘাত করেন জওয়ানরা। নিরাপত্তাবাহিনীর গুলিতে ২ জঙ্গি প্রাণ হারায়। মুখপাত্রটি জানান, তাদের শনাক্ত করা হয়েছে। এরা হল, ফুরকান রশিদ লোন ওরফে আদিল ও লিয়াকত আহমেদ লোন ওরফে সাহাবা ওরফে উমর খালিদ। দুজনেই লস্করের। সংঘর্ষস্থল থেকে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বেশ কয়েকটি ফৌজদারি মামলায় কুপওয়ারার লাঙ্গেট এলাকার শার্টপোরার বাসিন্দা ফুরকানের খোঁজ চলছিল বলে জানান মুখপাত্রটি। এও জানান, পার্শ্ববর্তী বারামুল্লার সোপোরের হারওয়ানের বাসিন্দা লিয়াকতের সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে, স্থানীয় এক নাবালিকার অপহরণ ও ধর্ষণ সহ বেশ কিছু অপরাধ মামলায় ওয়ান্টেড ছিল সে। তাছাড়া ক্রালগুন্ডের গনি খাজা ও নাওপোরা সোপোরের মজিদ মীর, এই দুই লস্কর সন্ত্রাসবাদীর সঙ্গে গত শনিবার হাকিম-উর-রহমান নামে রেশিপোরা বোমাই এলাকার এক বাসিন্দাকে গুলি করে খুনেও লিয়াকতও জড়িত ছিল। সৈয়দ আলি শাহ গিলানির কট্টরপন্থী হুরিয়ত কনফারেন্সের সদস্য ছিলেন হাকিম-উর-রহমান।
from home https://ift.tt/2MglKnu
No comments:
Post a Comment
Please let me know