একেই বলে আত্মঘাতী গোল। কংগ্রেস আমলে তেলের দামবৃদ্ধির হার, বিজেপি আমলের থেকে বেশি। গ্ৰাফিক্সের মাধ্যমে গত ১৪ বছরে তেলের দামবৃদ্ধি শতাংশের হারে দেখাতে গিয়েছিল মোদি সরকার। তাতেই উলটা বুঝিলি রাম। ২০১৪-য় মোদি সরকার ক্ষমতায় আসার আগে, ইউপিএ আমলে তেলের দাম বেড়েছিল প্রায় ৭৬ শতাংশ হারে। বিজেপির আমলে দাম বেড়েছে মাত্র ১৩ শতাংশ বেশি। এটা দেখাতে গিয়ে মোদির আমলে আশি ছাপিয়ে যাওয়া তেলের দাম-সংক্রান্ত বার ডায়াগ্রামের আকার, ইউপিএ আমলের থেকে ছোট করে দেয় বিজেপি। শুরু হয় হইচই। পাল্টা অশোধিত তেলের দামের হিসেব পেশ করে বিজেপিকে আরও প্যাঁচে ফেলে কংগ্রেস। ২০১৪-য় আমদানি করা ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম ছিল ১০৭ ডলার। গত ১০ সেপ্টেম্বর সেই দাম কমে হয়েছে ৭১ ডলার। আমদানির খরচ কমেছে, তাও কেন দাম বাড়ছে, প্রশ্ন কংগ্রেসের।
from home https://ift.tt/2QldVA8
No comments:
Post a Comment
Please let me know