meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: দুর্নীতি মামলার চাপ, দুই ছেলের মধ্যে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ের জের? অবসাদে ভুগছেন লালু, জানালেন রিমস ডিরেক্টর

Followers

দুর্নীতি মামলার চাপ, দুই ছেলের মধ্যে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ের জের? অবসাদে ভুগছেন লালু, জানালেন রিমস ডিরেক্টর

রাঁচি: অবসাদে ভুগছেন লালুপ্রসাদ যাদব। রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকাল সায়েন্সেস (রিমস)-এর ডিরেক্টর আর কে শ্রীবাস্তব জানিয়েছেন, অসুস্থ রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমোর অবসাদে আক্রান্ত হওয়ার কথা তাঁর চিকিত্সা করা ডাক্তাররা তাঁদের রিপোর্টে উল্লেখ করেছেন। এইমস থেকে লালুকে ছাড়ার সময় যে ডিসচার্জ রিপোর্ট দেওয়া হয়েছিল, তাতেও এটা বলা হয়েছিল।একজন সাইকিয়াট্রিস্ট লালুকে পরীক্ষা করতে পারেন বলে খবর সম্পর্কে প্রশ্ন করা হলে অবশ্য শ্রীবাস্তব জানান, এখনই এ সম্পর্কে বলার মতো কিছু নেই। কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, একদিকে পরিবারের ওপর নানা দুর্নীতি মামলার ছায়া পড়া, অন্যদিকে দুই ছেলের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ের ফলে লালুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। লালুর স্নেহের পাল্লা নাকি ঝুঁকে রয়েছে ছোট ছেলে তেজস্বী যাদবের দিকে। নিজের রাজনৈতিক উত্তরাধিকার লালু তাঁকেই দিতে চান। কিন্তু বড় ছেলে, আগের সরকারের মন্ত্রী তেজপ্রতাপের রাজনৈতিক উচ্চাকাঙ্খা উপেক্ষা করার নয়। তেজস্বী সম্প্রতি বুদ্ধগয়া থেকে পটনা পর্যন্ত সাইকেল যাত্রা করেছেন। তেজপ্রতাপের পটনা থেকে সমাজবাদী নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মস্থান সিতব দিয়ারা পর্যন্ত পদযাত্রা কর্মসূচিকে তারই পাল্টা মনে করা হচ্ছে। লালু বলেছিলেন, কুকুরের ডাক, মশার কামড়, অপরিচ্ছন্ন ওয়ার্ডে শরীর খারাপ হয়ে পড়ছে। আবেদন মেনে রিমস কর্তৃপক্ষ বুধবার লালুকে হাসপাতালের ১০০ শয্যার পেয়িং ওয়ার্ডে বদলি করে। এজন্য লালুকে রোজ ১০০০ টাকা দিতে হবে। সম্প্রতি মুম্বইয়ের এক হাসপাতালে লালুর ফিশচুলা অপারেশন হয়েছে, হার্ট ও কিডনির অসুখও আছে। গত কয়েক মাস জেলের বাইরে থাকার পর গত ৩০ আগস্ট রাঁচির সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন লালু, চিকিত্সার জন্য ঝাড়খন্ড হাইকোর্টের দেওয়া অস্থায়ী জামিনের মেয়াদ ফুরনোর পর।

from home https://ift.tt/2x1SoV4

No comments:

Post a Comment

Please let me know