meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মূল্যবৃদ্ধি রোখা আমাদের হাতে নেই, জানিয়ে দিল কেন্দ্র

Followers

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মূল্যবৃদ্ধি রোখা আমাদের হাতে নেই, জানিয়ে দিল কেন্দ্র

নয়াদিল্লি: বনধের দিন দাম বেড়েছ। আর আজ বনধের পরের দিনও বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় দাম বেড়েছে লিটার প্রতি ১৪ পয়সা করে। আজ শহরে লিটারপ্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮৩.৭৫ টাকা। লিটারপ্রতি ডিজেলের দাম ৭৫.৮২ টাকা। চলতি বছরে এটাই জ্বালানির সর্বোচ্চ দাম। কংগ্রেসের দাবি উড়িয়ে দিয়ে পেট্রোপণ্যে আবগারি শুল্ক কমানোর সম্ভাবনা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও মন্তব্য করেছেন, খনিজ তেলের দামবৃদ্ধি এই সময়ের অন্যতম সমস্যা ঠিকই কিন্তু এর সমাধান কেন্দ্রের হাতে নেই। তবে মূল্যবৃদ্ধি রোখার উপায় বার করবে সরকার। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম ঊর্ধ্বমুখী, ভেনেজুয়েলায় অস্থিরতা ও ইরানের ওপর নিষেধাজ্ঞাও এই দামবৃদ্ধির অন্যতম কারণ। যতটা চাহিদা রয়েছে, তেলের সরবরাহ ততটা হচ্ছে না, এই অসাম্যের কারণেও দাম বাড়ছে। তাঁর মন্তব্য, মানুষের সমস্যা বুঝতে পারছে কেন্দ্র কিন্তু এর সমাধান এই মুহূর্তে তাঁদের হাতে নেই। রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, মুদ্রাস্ফীতি কমাতে যথেষ্ট সক্রিয় হয়েছে নরেন্দ্র মোদী সরকার। ২০০৯-১৪-য় ইউপিএ আমলে মুদ্রাস্ফীতি ছিল ১০.৪ শতাংশ আর এখন তা কমে ৪.৭ শতাংশে এসে পৌঁছেছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরোধিতায় গতকাল বনধ ডাকে কংগ্রেস ও বামেরা। সবকটি বিরোধী দল এই বনধ সমর্থন করে।        

from home https://ift.tt/2N2lnC5

No comments:

Post a Comment

Please let me know