meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানির বিষয়ে নিম্ন আদালতের বিচারপতির রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

Followers

বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানির বিষয়ে নিম্ন আদালতের বিচারপতির রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

<strong>নয়াদিল্লি</strong>: ২০১৯-এর এপ্রিলের মধ্যে কীভাবে বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি সম্পূর্ণ করার পরিকল্পনা করেছেন, সে বিষয়ে নিম্ন আদালতের বিচারপতির কাছ থেকে মুখবন্ধ খামে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি আর এফ নরিম্যান ও বিচারপতি ইন্দু মালহোত্রর বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে নোটিসও দিয়েছে। সর্বোচ্চ আদালত বলেছে, ‘বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি যাঁর এজলাসে চলছে, নিম্ন আদালতের সেই বিচারপতি এস কে যাদবের জেলা বিচারপতি হিসেবে পদোন্নতি আটকে আছে। এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশের আবেদন জানিয়েছেন। সেই অনুযায়ী নোটিস দেওয়া হচ্ছে। জেলা আদালতের বিচারপতি কীভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি শেষ করবেন, সে বিষয়ে মুখবন্ধ খামে রিপোর্ট দেওয়ার জন্যও নোটিস দিয়েছি আমরা।’ বাবরি মসজিদ ধ্বংস মামলায় বিজেপি-র দুই প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী ও বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর বিচার চলছে। গত বছরের ১৯ এপ্রিল এই মামলার বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ‘নতুন করে কোনও শুনানি হবে না। গোটা শুনানি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিচারপতিকে বদলি করা যাবে না। একমাত্র দায়রা আদালত কোনও একটি দিনে শুনানি সম্ভব নয় বলে জানালে তবেই এই মামলা স্থগিত থাকবে। দায়রা আদালতই শুনানি সম্পূর্ণ করবে। এই নির্দেশ দেওয়ার দু’বছরের মধ্যে রায় দিতে হবে।’ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর প্রায় দেড় বছর কেটে গিয়েছে। সেই কারণেই মামলার অগ্রগতির বিষয়ে রিপোর্ট চাইল শীর্ষ আদালত।

from home https://ift.tt/2x1ISjZ

No comments:

Post a Comment

Please let me know