<strong>কোচি</strong>: এক সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগে সংশ্লিষ্ট রোমান ক্যাথলিক বিশপকে চলতি সপ্তাহেই জেরার জন্য তলব করা হতে পারে। পুলিশ সূত্রে এমনই খবর। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘ওই সন্ন্যাসিনী, সাক্ষী ও জলন্ধরের অভিযুক্ত বিশপ ফ্র্যাঙ্কো মুলাক্কলের বয়ানে অনেক পরস্পর-বিরোধিতা আছে। সব বিভ্রান্তি দূর করে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বিশপকে জেরা করার জন্য কেরলে ডেকে পাঠানো হতে পারে। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরার জন্য নোটিস পাঠানো হতে পারে।’ ওই বিশপের বিরুদ্ধে সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। বিপশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিলম্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। তবে পুলিশের দাবি, এই মামলায় নিরপেক্ষ তদন্তই চলছে। এদিকে, বিভিন্ন রাজনৈতিক দল ওই সন্ন্যাসিনীর পাশে দাঁড়িয়েছে। কেরল বিধানসভার বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা বলেছেন, ‘মামলা দায়ের করার ৭৬ দিন পরেও তদন্ত শেষ করেনি পুলিশ। এটা গুরুতর বিষয়। দ্রুত তদন্ত শেষ করে অপরাধীকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে আইনে। সরকার ও পুলিশকে এই মামলার তদন্ত দুর্বল করার পদক্ষেপ থামাতে হবে।’ বিজেপি ও আরএসএস-এর শাখা সংগঠনগুলিও অভিযোগকারী সন্ন্যাসিনীর পাশে দাঁড়িয়েছে। কেরলের একটি সংগঠন বিচারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলির নেতারা এই আন্দোলনকে সমর্থন করেছেন।
from home https://ift.tt/2x393rj
No comments:
Post a Comment
Please let me know