meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: পেট্রোল-ডিজেলকে জিএসটি-র আওতায় আনা অত্যাবশ্যক হয়ে পড়েছে: ধর্মেন্দ্র প্রধান

Followers

পেট্রোল-ডিজেলকে জিএসটি-র আওতায় আনা অত্যাবশ্যক হয়ে পড়েছে: ধর্মেন্দ্র প্রধান

<p style="text-align: justify;"><strong>ভূবনেশ্বর:</strong> আন্তর্জাতিক কারণেই দেশে পেট্রোল-ডিজেলের মূল্য বাড়ছে। যে কারণে, এখন এই দুই জ্বালানিকে জিএসটি-র আওতায় আনা প্রয়োজন হয়ে পড়েছে। আর কেউ নন, এই মত পোষণ করেন খোদ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণের ফলেই দেশে জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে। প্রধান বলেন, পেট্রোল-ডিজেলকে এখন জিএসটি-র আওতায় আনা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এই দুই পণ্য জিএসটি-র বাইরে থাকায় দেশের কোষাগারে প্রায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। অন্যদিকে, জিএসটি-র আওতায় আনা হলে, গ্রাহকদের সুবিধা হবে। কেন্দ্রীয় পেট্রোমন্ত্রী একইসঙ্গে এ-ও জানিয়ে দেন, কেবলমাত্র আবগারি শুল্ক কমিয়ে মূল্যবৃদ্ধির ওপর রাশ টানা সম্ভব নয়। তাঁর দাবি, ইরান, ভেনেজুয়েলা ও তুরস্কের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে।</p>

from home https://ift.tt/2NWBcXm

No comments:

Post a Comment

Please let me know