<strong>নয়াদিল্লি</strong>: ভারত-পাকিস্তান সীমান্তে প্রথম ‘স্মার্ট ফেন্স’ উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আজ এমনই জানালেন বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) কে কে শর্মা। তিনি বলেছেন, ‘জম্মুতে সিবিআইএম সিস্টেম বা স্মার্ট ফেন্সের প্রথম পাইলট প্রজেক্টের কাজ চলছে। ১৭ তারিখ আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে উদ্বোধনের দিন বদলাতে পারে।’ বিএসএফ ডিজি আরও জানিয়েছেন, ‘অসমের ধুবরির পূর্ব দিকে বেড়া দেওয়ার সুযোগ না থাকায় আমরা ব্রহ্মপুত্রের তীর বরাবর ৫৫ থেকে ৬০ কিলোমিটার জুড়ে প্রযুক্তিগত ব্যবস্থা করা হয়েছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে অনুপ্রবেশ রোখার জন্য নজরদারি চালানো হচ্ছে। এই কাজও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। ২৭ তারিখ উদ্বোধন করা হতে পারে। এগুলি প্রাথমিক প্রকল্প। সীমান্তে অসুরক্ষিত অঞ্চলগুলি চিহ্নিত করেছি আমরা। সিবিআইএমএস-এর জন্য প্রায় ২,৪০০ কিমি অঞ্চল চিহ্নিত করা হয়েছে।’ বিএসএফ সূত্রে খবর, স্মার্ট ফেন্সের ক্ষেত্রে পাকিস্তান সীমান্তকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে। তাই বাংলাদেশ সীমান্তে স্মার্ট ফেন্স চালু করার জন্য কোনও তাড়াহুড়ো নেই।
from home https://ift.tt/2CuI4tK
No comments:
Post a Comment
Please let me know