meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: কাজে যোগ দেওয়ার আগে ফিটনেস সার্টিফিকেট দেখান পর্রীকর, দাবি কংগ্রেসের

Followers

কাজে যোগ দেওয়ার আগে ফিটনেস সার্টিফিকেট দেখান পর্রীকর, দাবি কংগ্রেসের

<strong>পানাজি</strong>: গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর এবং অন্য দুই মন্ত্রী পান্ডুরাঙ্গ মদকাইকর ও ফ্রান্সিস ডি’সুজার অসুস্থতার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল মৃদুলা সিনহার হস্তক্ষেপ দাবি করল কংগ্রেস। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে কংগ্রেস নেতারা দাবি করেন, মুখ্যমন্ত্রী সহ তিন মন্ত্রীর অসুস্থতার ফলে প্রশাসন ভেঙে পড়েছে। দুই মন্ত্রী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মুখ্যমন্ত্রীর কী হয়েছে, সেটা এখনও অজানা। মুখ্যমন্ত্রীর কাজে যোগ দেওয়ার আগে ফিটনেস সার্টিফিকেট দেখানো উচিত। আজ গোয়ার রাজ্যপালের সঙ্গে দেখা করেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক এ চেলাকুমার, গোয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি গিরীশ ছোদনকর, কংগ্রেস পরিষদীয় দলের প্রধান চন্দ্রকান্ত কাভেলকর সহ অন্যান্য নেতারা। রাজভবন থেকে বেরিয়ে চেলাকুমার বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রায়ই চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। কিন্তু তাঁর কী রোগ হয়েছে, সেটা এখনও জানায়নি রাজ্য সরকার। অন্য দুই মন্ত্রী পান্ডুরাঙ্গ মদকাইকর ও ফ্রান্সিস ডি’সুজা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। রাজ্যে প্রশাসন ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের হস্তক্ষেপ করা উচিত।’ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, ‘এর আগে এ বছরের ১৬ এপ্রিল ও ৯ মে রাজ্যপালকে স্মারকলিপি দিয়েছিল কংগ্রেস। কিন্তু তিনি প্রশাসনে হস্তক্ষেপ করেননি। মুখ্যমন্ত্রী বিদেশে যাওয়ার আগে মন্ত্রিসভার কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রয়োজন মনে করেননি। এটা শুধু নজিরবিহীন ঘটনাই নয়, স্বৈরতান্ত্রিক ও অগণতান্ত্রিক। এর ফলেই প্রশাসন ভেঙে পড়েছে।’

from home https://ift.tt/2QciT1W

No comments:

Post a Comment

Please let me know