<strong>ঢাকা</strong>: এশিয়া কাপের আগে চোট সমস্যায় জর্জরিত বাংলাদেশ। একাধিক ক্রিকেটারের চোট থাকায় এশিয়া কাপের দল ব্যাটসম্যান মোমিনুল হককে ডেকে পাঠানো হল। প্রধান নির্বাচক হাবিবুল বাশার এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মোমিনুল হক টপ-অর্ডার ব্যাটসম্যান। ও যেমন ওপেন করতে পারে, তেমনই তিন নম্বরেও ব্যাট করতে পারে। আমাদের আশা, ওকে দলে নিলে এশিয়া কাপে আমাদের সুবিধা হবে।’ হাবিবুল আরও জানিয়েছেন, ‘ওপেনার তামিম ইকবালের আঙুলে চোট আছে। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পাওয়া বাঁ হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন অনুশীলনের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছে। আশা করি ওরা দু’জনই খেলতে পারবে। তবে ওরা যদি খেলতে না পারে, তাহলে বিকল্প হিসেবে মোমিনুলকে তৈরি রাখা হচ্ছে।’ ১৫ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে এশিয়া কাপ। পুল বি-তে বাংলাদেশ ছাড়াও আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তামিম ও নাজমুল ছাড়াও অভিজ্ঞ অলরাউন্ডার শাকিব আল-হাসানেরও আঙুলে চোট আছে। তিনি এশিয়া কাপ না খেলে অস্ত্রোপচার করাতে চাইছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে এশিয়া কাপ খেলে অক্টোবরে অস্ত্রোপচার করাতে বলেছে। শাকিব নিজে বলছেন, তিনি ২০ থেকে ৩০ শতাংশ ফিট। বাংলাদেশের কোচ স্টিভ রোডস অবশ্য মনে করেন, অনেক বেশি ফিট শাকিব। তিনি ওয়েস্ট ইন্ডিজে যে পারফরম্যান্স দেখিয়েছেন, সেটা ধরে রাখতে পারলে বাংলাদেশের লাভ হবে।
from home https://ift.tt/2wQjm1Z
No comments:
Post a Comment
Please let me know