<strong>নয়াদিল্লি:</strong> সন্ত্রাসবাদী সন্দেহে রাজধানীর লালকেল্লার কাছ থেকে গ্রেফতার কাশ্মীরের সোপিয়ানের দুই যুবক। ২৪ বছরের পারভেজ ও ১৯ বছরের জামশেদকে লালকেল্লা সংলগ্ন জামা মসজিদ বাস স্টপ থেকে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন ডিসিপি (স্পেশাল সেল) পি এস কুশওয়া। দুজনেই ইসলামিক স্টেট ইন জম্মু অ্যান্ড কাশ্মীর (আইএসজেকে) গোষ্ঠীর সদস্য বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ নাগাদ তারা জম্মু ও কাশ্মীরে ফেরার বাসে উঠতে যাওয়ার মুখে ধরা পড়ে বলে জানিয়েছে পুলিশ। দিল্লিকে তারা ট্রানজিট পয়েন্ট হিসাবে কাজে লাগাচ্ছিল বলে জানান কুশওয়া। জানা গিয়েছে, পারভেজের ভাই ছিল সন্ত্রাসবাদী। এ বছরের ২৬ জানুয়ারি সোপিয়ানে এনকাউন্টারে সে নিহত হয়। পারভেজ উত্তরপ্রদেশের গাজরোলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে এম টেক পড়ছে। ভাইয়ের মৃত্যুতে উদ্বুদ্ধ হয়ে সে সন্ত্রাসবাদে যোগ দিয়েছে বলে জানান পুলিশ কর্তাটি। জামশেদ ফাইনাল বর্ষের ডিপ্লোমা ছাত্র। পুলিশ অফিসার জানান, এনআইএ-র হাতে ধরা পড়া মহম্মদ আবদুল্লা বসিতের আন্দোলনে সে সাহায্য করেছে। এটা দুজনের দ্বিতীয়বার দিল্লি সফর। মে মাসে তারা উত্তরপ্রদেশের আমরোহা থেকে দিল্লি হয়ে কাশ্মীর গিয়েছিল। তাদের কাছে থেকে চারটি সেল ফোন, ২টি .৩২ পিস্তল উদ্ধার হয়েছে, তারা ওমর ইবন নাজির ও আদিল ঠোকার নামে দুজনের নির্দেশে কাজ করছিল বলে জানান কুশওয়া। তবে ওদের দিল্লিতে নাশকতা ঘটানোর কোনও পরিকল্পনা ছিল না, দিল্লিকে বেছে নিয়েছিল আসা যাওয়ার মাঝের রাস্তা হিসাবে ব্যবহার করতে। তাছাড়া আইএসজেকে সংগঠনটিও একেবারে দানা বেঁধে ওঠার স্তরে রয়েছে বলে জানান কুশওয়া।
from home https://ift.tt/2MYbuFx
No comments:
Post a Comment
Please let me know