meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: রোহিঙ্গাদের প্রতি পশ্চিমবঙ্গ একটু বেশি দরদী, ৭০টি পরিবারের জন্য শিবির হয়েছে, খোঁচা বিএসএফ ডিজি-র

Followers

রোহিঙ্গাদের প্রতি পশ্চিমবঙ্গ একটু বেশি দরদী, ৭০টি পরিবারের জন্য শিবির হয়েছে, খোঁচা বিএসএফ ডিজি-র

<strong>নয়াদিল্লি</strong>: রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য পশ্চিমবঙ্গকে কটাক্ষ করলেন বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) কে কে শর্মা। তিনি বলেছেন, ‘আমরা পরিস্থিতির বিষয়ে অবহিত। অনেক রোহিঙ্গা বাংলাদেশে জড়ো হয়েছে। তারা বিভিন্ন সময়ে ছোট দলে ভাগ হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তবে আমরা তাদের এই চেষ্টা সফল হতে দিইনি। এতে আমি খুব খুশি। ভারতে খুব বেশি রোহিঙ্গা ঢুকতে পারেনি। ইতিমধ্যেই দেশে যে রোহিঙ্গারা আছে, তারা বিভিন্ন জায়গায় চাপে আছে। তাই তারা পশ্চিমবঙ্গে যাচ্ছে। কারণ, এই রাজ্য তাদের প্রতি একটু বেশি দরদী।’ বিএসএফ-এর ডিজি আরও জানিয়েছেন, ‘রোহিঙ্গাদের এদেশে ঢুকতে দেয়নি বিএসএফ। ফলে এখনও পর্যন্ত কোনও অনুপ্রবেশ হয়নি। আমাদের সহযোগী নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলিও এ কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গারা গিয়েছে, তারা বাংলাদেশ থেকে না, দেশের অন্যান্য অংশ থেকেই সেখানে আশ্রয় নিয়েছে। ৭০টি পরিবারের জন্য পশ্চিমবঙ্গে শিবির তৈরি করা হয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করেছি।’ বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) মেজর জেনারেল মহম্মদ শফিনুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অনেক রোহিঙ্গা আছে। তারা যাতে নির্দিষ্ট অঞ্চলেই থাকে, তার জন্য নজরদারি চালাচ্ছে বিজিবি সহ নিরাপত্তা সংস্থাগুলি। তবে কয়েকটি ক্ষেত্রে তাদের শিবির ছেড়ে বেরিয়ে বাংলাদেশের অন্যত্র যেতে দেখা গিয়েছে। আমাদের নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক আছে। রোহিঙ্গাদের চিহ্নিত করে শিবিরে ফেরানো হয়েছে।’

from home https://ift.tt/2QcBQlb

No comments:

Post a Comment

Please let me know