meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: প্রধানমন্ত্রীকে চিঠি, প্রাণীদের উপর অত্যাচারের ক্ষেত্রে কারাদণ্ড চান যুজবেন্দ্র চাহল

Followers

প্রধানমন্ত্রীকে চিঠি, প্রাণীদের উপর অত্যাচারের ক্ষেত্রে কারাদণ্ড চান যুজবেন্দ্র চাহল

<strong>মুম্বই</strong>: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নিরীহ প্রাণীদের উপর অত্যাচারের ক্ষেত্রে কারাদণ্ড সহ কঠোর শাস্তির ব্যবস্থা করার আর্জি জানালেন ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহল। তিনি চিঠিতে লিখেছেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে গরু, কুকুর সহ বিভিন্ন প্রাণীর উপর নিয়মিত অত্যাচারের খবর আসছে। নিরীহ প্রাণীগুলিকে মারধর করা হচ্ছে, বিষ খাওয়ানো হচ্ছে, তাদের উপর অ্যাসিড হামলা হচ্ছে, এমনকী তাদের উপর যৌন নির্যাতনও চালানো হচ্ছে। যারা প্রাণীদের উপর অত্যাচার চালাচ্ছে, তাদের যদি মোটা অঙ্কের জরিমানা, কারাদণ্ড, কাউন্সেলিং ও প্রাণীদের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে আশা করা যায় প্রাণীরা ভালভাবে বাঁচতে পারবে।’ ১৯৬০ সালের প্রাণীদের উপর অত্যাচার প্রতিরোধী আইনে প্রথমবার অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ টাকা জরিমানার সংস্থান আছে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সে কথাই উল্লেখ করে কঠোর শাস্তির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন চাহল। ভারতীয় দলে তাঁর তিন সতীর্থ বিরাট কোহলি, শিখর ধবন ও অজিঙ্কা রাহানেও এর আগে প্রাণীদের উপর অত্যাচারের ক্ষেত্রে কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেছেন।

from home https://ift.tt/2PdDrpF

No comments:

Post a Comment

Please let me know