meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: দুই স্পিনার নিয়ে নামছে ইংল্যান্ড, রবীন্দ্র জাদেজাকে খেলানোর পরামর্শ সহবাগের

Followers

দুই স্পিনার নিয়ে নামছে ইংল্যান্ড, রবীন্দ্র জাদেজাকে খেলানোর পরামর্শ সহবাগের

<strong>নয়াদিল্লি:</strong> আজ থেকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজের চতুর্থ টেস্ট শুরু হচ্ছে। ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে খেলা শুরু হবে। ভারতের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ হারা মানেই ১১ বছর পর ফের ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে টিম ইন্ডিয়ার। অন্যদিকে সাউদাম্পটন টেস্টে জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে ভারত। সেই সঙ্গে শেষ তথা পঞ্চম টেস্ট জিতে সিরিজ জয়ের হাতছানি থাকবে ভারতের সামনে। ম্যাচের আগে দুই দলের প্রস্তুতিই চূড়ান্ত। ইংল্যান্ড ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে, ভারতের অধিনায়ক বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছেন, আগের ম্যাচের প্রথম একাদশে সম্ভবত কোনও পরিবর্তন হচ্ছে না। কিন্তু ম্যাচের আগে ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ অধিনায়ক বিরাট কোহলিকে দলে রবীন্দ্র জাদেজাকে রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ইংল্যান্ড দুই স্পিনারে খেলছে। এর মানে উইকেট থেকে স্পিনাররা কিছুটা হলেও সাহায্য পাবে। কোন ফর্ম্যাটের খেলা হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়। ইংল্যান্ড টিম তাদের দেশের উইকেট সম্পর্কে আমাদের চেয়ে বেশি জানে। বীরু বলেছেন, আগের ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত থাকা মানে দলে থাকছেন চার পেসার। অন্যদিকে, ইংল্যান্ড তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে। উইকেট যদি স্পিনারদের জন্য অনুকূল হয়, তাহলে আমাদের একজন স্পিনারের অভাব অনুভূত হতে পারে। এ কারণেই রবীন্দ্র জাদেজাকে খেলানো উচিত। আর প্রয়োজন পড়লে ব্যাটিংও করে দিতে পারেন জাদেজা। গতকাল সাংবাদিক বৈঠকে কোহলি জানিয়েছেন, ভারতীয় দলে একজন স্পিনার অবশ্যই থাকবে। যদিও জাদেজাকে খেলানো হবে কিনা, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। ইংল্যান্ড এই ম্যাচে আদিল রশিদের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে মইন আলিকে দলে রেখেছে।

from home https://ift.tt/2NCJ14g

No comments:

Post a Comment

Please let me know