নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের দলের তারকা পেসার ভূবনেশ্বর কুমারের চোট সারিয়ে মাঠে ফিরেই বল হাতে দুরন্ত পারফরম্যান্স। ভারত এ দলের হয়ে তিন উইকেট নিলেন তিনি। এর থেকে স্পষ্ট ইঙ্গিত যে আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপে ভারতীয় দলে পাওয়া যাবে তাঁকে। আগামী ১৫ সেপ্টেম্বর ওই টুর্নামেন্ট শুরু হচ্ছে। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ৯ ওভার বল করে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিলেন ভূবি। চারদলীয় সিরিজের তৃতীয় স্থানের ম্যাতে ভারত এ জিতল ১২৪ রানে। ভারতীয় দলের সুইং মাস্টার থেউনিস ব্রুয়নেকে আউট সুইংয়ে পরাস্ত করেন। এরপর খায়া জোন্ডোকে তুলে নিলেন ইনসুইঙ্গারে। ম্যাচে দুটি স্পেলে বোলিং করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে পিঠে চোট পেয়েছিলেন ভূবি। এজন্য প্রথম তিনটি টেস্টে খেলতে পারেননি তিনি। চোট না সারায় সিরিজের শেষ দুটি টেস্টের দলে রাখা হয়নি তাঁকে। চোট সারানোর পর ভূবি নেটে বোলিং করছিলেন ভূবি। এরপর জাতীয় নির্বাচক কমিটি চাইছিল, ফিটনেস যাচাইয়ের জন্য ভূমি ঘরের মাঠে চার দলীয় সিরিজের দুটি ম্যাচ খেলুন ভূবি। এদিকে, অস্ট্রেলিয়ান এ দলকে ৯ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত বি।
from home https://ift.tt/2PixNCE
No comments:
Post a Comment
Please let me know