মুম্বই: এক সময়ের ব্লকবাস্টার সিনেমা 'ম্যায়নে প্যায়ার কিয়া'-তে ভাগ্যশ্রী সলমন খানের বিপরীতে অভিনয় করেছিলেন। এবার ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যূ বলিউডে অভিষেক ঘটছে। একটি বিচিত্র চরিত্রে অভিনয় দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করছেন তিনি। সিনেমার ওই চরিত্রটি একটি বিরল রোগের শিকার। তার কোনও রকম শারীরিক যন্ত্রণার অনুভূতি নেই। নিজের কেরিয়ারের প্রথম সিনেমা ‘মর্দ কি দর্দ নেহি হোতা-র ট্রেলারে অভিমন্যূর মাথা ও নাক দিয়ে রক্ত ঝরতে দেখা দিয়েছে। ওই অবস্থায় হাঁটতে হাঁটতে জন্মগত বিরল রোগের কথা বলতে শোনা যাচ্ছে। ওই ব্যাধি ব্যথা-যন্ত্রণার অনুভূতি রোধ করে। ভাসান বালার এই সিনেমায় এমনই এক ব্যক্তির কাহিনী তুলে ধরা হয়েছে কোনও রকম ব্যথা-যন্ত্রণা অনুভব করতে পারেন না। এর আগে বালা দ্য লাঞ্চবক্স ও রমন রাঘব-এর মতো চিন্তাশীল সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন। ‘মর্দ কি দর্দ নেহি হোতা’সিনেমায় অভিমন্যূর সহ অভিনেত্রী হিসেবে দেখা যাবে রাধিকা মদানকে। তারা একে অপরের ছোট বেলার বন্ধু। কোনও ব্যথা-যন্ত্রণা অনুভব না করেই যে বড় হতে দেখেছে তার বন্ধুকে। <iframe src="https://www.youtube.com/embed/hlaWK87dsDs" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe>
from home https://ift.tt/2N8hs2z
No comments:
Post a Comment
Please let me know