meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: তৃতীয় টেস্টের আগে খুবই চাপ ছিল, কিন্তু এখন ফর্মে ফিরেছি, বললেন পূজারা

Followers

তৃতীয় টেস্টের আগে খুবই চাপ ছিল, কিন্তু এখন ফর্মে ফিরেছি, বললেন পূজারা

<strong>ট্রেন্টব্রিজ:</strong> ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম দুটি টেস্টে ব্যাটিং ব্যর্থতার জন্য পিছিয়ে পড়েছে ভারত। কিন্তু ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারতের ব্যাটিং অর্ডার। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সঙ্গে বাকি ব্যাটসম্যানদেরও ছন্দে ফিরতে দেখা যাচ্ছে। বিশেষ করে তিন নম্বর ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার অফ ফর্ম টিম ম্যানেজমেন্টকে উদ্বিগ্ন করে তুলেছিল। ট্রেন্টব্রিজে দ্বিতীয় ইনিংসে কোহলির অর্ধশতরানের ইনিংস দলকে ভরসা দিয়েছে। গতকাল খেলার শেষে সাংবাদিক বৈঠকে পূজারা স্বীকার করে নিয়েছেন, তৃতীয় ট টেস্টে রান করার চার তাঁর ওপর ছিল। তিনি বলেছেন, ইংল্যান্ডের পরিবেশে কাউন্টি ক্রিকেটে খেলা তাঁর হারানো ফর্ম ফিরে পাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। পূজারা বলেছেন, দল থেকে বাদ পড়লে তা খুবই মুশকিলের হত। কিন্তু এখন আবার ফর্মে ফিরেছি। পূজারা বলেছেন, রান করতে না পারলে চাপ বাড়ে, এ কথা ঠিক। দল হিসেবে এই ম্যাচের আগে আমরা প্রায় সবাই রানের জন্য লড়াই করছিলাম। দ্বিতীয় ইনিংসে পূজারা করেন ৭২ রান। কোহলির সঙ্গে তাঁর জুটিতে ১১৩ রান ভারতকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছে। পূজারা বলেছেন, কাউন্টি ক্রিকেট খেলে আমি লাভবান হয়েছি। কাউন্টিতে খুব বেশি রান করতে পারিনি ঠিকই। কিন্তু কঠিন পিচে খেলেছি। আমার আত্মবিশ্বাসে কোনও খামতি ছিল না। নেটে ভালো ব্যাটিং করতাম। তাই মনে হত যে, খুব তাড়াতাড়িই বড় রান করতে পারব। পূজারা বলেছেনন, টপঅর্ডারে ব্যাটিংয়ের জন্য রান করা খুবই জরুরি ছিল, বিশেষ করে এই টেস্টে। দলের ভালো ব্যাটিংয়ের কৃতিত্ব পূজারা ওপেনারদের দিয়েছেন। তিনি বলেছেন, দুই ওপেনার দুই ইনিংসেই খুব ভালো ব্যাটিং করেছে। হয়ত ৫০ বা ১০০ রান ওরা করেনি। কিন্তু এক্ষেত্রে বিষয়টা তা নয়। ওরা যদি ৩০-৪০ রান করে, তা দলের পক্ষে খুবই মূল্যবান। দুই ইনিংসেই ওপেনাররা খুব ৫০-র বেশি রান করেছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ।  

from home https://ift.tt/2N7v8eu

No comments:

Post a Comment

Please let me know