meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: শুনানি শেষ সাত-ঘণ্টায়, রায়দান পাঁচদিনেই, ৪ বছরের শিশু-ধর্ষণে দোষী সাব্যস্ত ১৪ বছরের নাবালক

Followers

শুনানি শেষ সাত-ঘণ্টায়, রায়দান পাঁচদিনেই, ৪ বছরের শিশু-ধর্ষণে দোষী সাব্যস্ত ১৪ বছরের নাবালক

<p style="text-align: justify;"><strong>উজ্জয়িনী:</strong> চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হল ১৪ বছরের এক নাবালক। মাত্র পাঁচদিনেই মামলার রায় দিয়ে নাবালককে ২ বছরের জন্য হোমে পাঠাল জুভেনাইল আদালত। ঘটনাস্থল মধ্যপ্রদেশ।</p> <p style="text-align: justify;">সরকারি কৌঁসুলি দীপেন্দ্র মালু জানান, মাত্র সাত-ঘণ্টার শুনানি শেষেই রায় দেন জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারক তৃপ্তি পাণ্ডে। ঘটনাটি ঘটে গত ১৫ আগাস্ট। এরপর মামলা দায়ের হওয়া থেকে শুরু করে রায়দান—গোটা প্রক্রিয়া শেষ হয়েছে মাত্র পাঁচদিনেই।</p> <p style="text-align: justify;">সরকারি আইনজীবীর মতে, ২০১২ সালে পকসো আইন চালু হওয়া ইস্তক, এত দ্রুত কোনও মামলার নিষ্পত্তি হয়নি। রায়দানের সময় বিচারক জানান, শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের ঘটনা সমাজে দ্রুত ছড়িয়ে পড়ছে। এধরনের বিকৃত মানসিক অবস্থা বদলাতে ওই নাবালককে অবিলম্বে দুবছরের জন্য হোমে পাঠানো প্রয়োজন।</p> <p style="text-align: justify;">দোষী সাব্যস্ত নাবালককে সেওনি জেলার একটি শোধনাগারে পাঠানো হয়েছে। খবরে প্রকাশ, উজ্জয়িনী জেলার অন্তর্গত ঘাটিয়া গ্রামে অন্য শিশুদের সঙ্গে খেলছিল নির্যাতিতা। সেই সময় নাবালক তাকে ধর্ষণ করে। মেয়েটি বাড়ি ফিরে সব জানালে, পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে।</p> <p style="text-align: justify;">অভিযুক্ত নাবালককে রাজস্থানের এক আত্মীয়র বাড়ি থেকে আটক করে তাকে উজ্জয়িনী নিয়ে আসে পুলিশ।</p>  

from home https://ift.tt/2Ldyafg

No comments:

Post a Comment

Please let me know