meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: কেরলের জন্য ৭০০ কোটি টাকা সংযুক্ত আরব আমিরশাহির, কাতার দিচ্ছে ৩৪.৮৯ কোটি

Followers

কেরলের জন্য ৭০০ কোটি টাকা সংযুক্ত আরব আমিরশাহির, কাতার দিচ্ছে ৩৪.৮৯ কোটি

দুবাই: সংযুক্ত আরব আমিরশাহির পর বন্যাবিধ্বস্ত কেরলের পাশে কাতার। বন্যায় বাড়িঘর হারানো কেরলের লোকজনের আশ্রয়ের ব্যবস্থা করতে তারা ভারতীয় মুদ্রায় ৩৪.৮৯ কোটি টাকা দিচ্ছে। কেরলের বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। গৃহহারা কয়েক লক্ষ মানুষ। কেরলের পুনর্নির্মাণের জন্য ৭০০ কোটি টাকা দেওয়ার কথা বলেছে আমিরশাহি। এখনও পর্যন্ত কেরলের ত্রাণে সবচেয়ে বেশি অর্থ এটাই। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এজন্য আমিরশাহি সমেত আন্তর্জাতিক মহলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ব্যাপারে আমিরশাহির যুবরাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান বিজয়ন। মুখ্যমন্ত্রী জানান, দেশের একাধিক রাজ্যও এগিয়ে এসেছে, তার রাজ্যের পাশে দাঁড়িয়েছে। কেরলে গত ১০০ বছরে এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি। ৮০টি বাঁধ থেকে জল ছেড়ে দিতে হয়েছে, সব নদীই ফুলেফেঁপে উঠেছে ভাসিয়ে দিয়েছে রাজ্যকে। দি গালফ টাইমস-এর খবর, কাতার চ্যারিটি নামে এক সংস্থা ভারতে নিজেদের প্রতিনিধির মাধ্যমে প্রথম পর্যায়ে জরুরি ভিত্তিতে বন্যাপীড়িত মানুষের উদ্ধার ও ত্রাণে নেমেছে, যার আর্থিক পরিমাণ ৫ লক্ষ রিয়াল। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি কেরলের গৃহহীন লোকজনের আশ্রয়ের ব্যবস্থা করতে ৫ মিলিয়ন মার্কিন ডলার (৩৪.৮৯ কোটি টাকা) বরাদ্দ করতে নির্দেশ পাঠিয়েছেন। আমিরশাহি আগেই কেরলের বন্যাপীড়িত, সব হারানো মানুষের ত্রাণে জরুরি ভিত্তিতে একটি কমিটি গঠন করতে বলেছে। সেদেশের ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি ব্যবসায়ীরা ত্রাণকার্য্যে সাড়ে ১২ কোটি টাকার ডোনেশন ঘোষণা করেছেন।

from home https://ift.tt/2PsV0TI

No comments:

Post a Comment

Please let me know