<strong>নয়াদিল্লি</strong>: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ট্যাকটিক্সের বিষয়ে এখনও অনেক কিছু শিখতে হবে। এমনই মন্তব্য করলেন কিংবদন্তী সুনীল গাওস্কর। তিনি বলেছেন, ‘ওকে (বিরাট) ওনেক কিছু শিখতে হবে। আমরা এর আগে দক্ষিণ আফ্রিকায় দেখেছিলাম, এবার ইংল্যান্ডেও দেখলাম, বিরাট যদি ঠিকমতো ফিল্ডিং সাজাতে পারত বা ঠিক সময়ে বোলিং পরিবর্তন করত, তাহলে ম্যাচের ফল অন্যরকম হত। কিন্তু সেটা হয়নি। দু’বছর ধরে অধিনায়কত্ব করছে বিরাট। ওর মধ্যে অভিজ্ঞতার অভাব দেখা যাচ্ছে।’ ওভাল টেস্টের পর দল নিয়ে এক সাংবাদিকের সঙ্গে তর্ক করা নিয়ে অবশ্য বিরাটের পাশেই দাঁড়িয়েছেন গাওস্কর। ভারতের বর্তমান দলকে কোচ রবি শাস্ত্রীর গত ১৫ বছরে বিদেশ সফরে সেরা দল বলা নিয়ে সাংবাদিক বৈঠকে বিরাটকে প্রশ্ন করেন এক সাংবাদিক। বিরাট পাল্টা তর্ক জুড়ে দেন। এ বিষয়ে গাওস্কর বলেছেন, ‘আমার মনে হয় এই প্রশ্ন উপযুক্ত সময়ে করা হয়নি। দল হেরে যাওয়ায় ও (বিরাট) নিশ্চয়ই যন্ত্রণা পাচ্ছিল। হয়তো ওই সাংবাদিক এই প্রশ্ন করার কারণ ব্যাখ্যা করতে পারেন, তবে কোনও অধিনায়কই ‘আপনি ঠিক আর আমরা ভুল’ এই ধরনের বিবৃতির জবাব দিতে চায় না।’ এ বিষয়ে গাওস্কর আরও বলেছেন, ‘বিরাটের দল সিরিজে ১-৩ পিছিয়েছিল। ও হয়তো শেষ ম্যাচ জিতে ভালভাবে সিরিজ শেষ করতে চাইছিল। তাই বিরাটের প্রতিক্রিয়া নিয়ে বেশি আলোচনা না হওয়াই উচিত। ও হতাশ ছিল এবং সেভাবেই প্রশ্নের জবাব দিয়েছে। রবি হয়তো দলের মনোবল বাড়ানোর লক্ষ্যেই ওই মন্তব্য করে। আমার মনে হয় না ও অতীতের দলগুলিকে খাটো করতে চেয়েছে।’
from home https://ift.tt/2NemNK8
No comments:
Post a Comment
Please let me know