<strong>হায়দরাবাদ</strong>: তেলঙ্গানার হায়দরাবাদের ফিল্ম নগর দৈব সন্নিধানমে গণেশ পুজোয় মহাপ্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে ৫৮০ কেজি ওজনের একটি লাড্ডু। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার তপেশ্বরম গ্রামের একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছে এই বিশাল লাড্ডু। গত বছর গণেশের উদ্দেশে উৎসর্গ করা হয়েছিল ৫০০ কেজির লাড্ডু। এবার লাড্ডুর আয়তন বেড়েছে। ওই মিষ্টির দোকানের মুখপাত্র উপ্পলাপতি রামভদ্র রাজু জানিয়েছেন, ‘গণেশ পুজোর তৃতীয় দিনে মহাপ্রসাদ হিসেবে দেওয়া হবে এই লাড্ডু। সেটি তৈরি করতে খরচ হয়েছে তিন লক্ষ টাকা। ২০০ কেজি চিনি, ১৪৫ কেজি ঘি, ১৭৫ কেজি বেসন, ২৫ কেজি কাজুবাদাম, ১৩ কেজি বাদাম, তিন কেজি এলাচ ও এক কেজি কাঁচা কর্পূর দিয়ে তৈরি হয়েছে এই লাড্ডু।’
from home https://ift.tt/2NJQcei
No comments:
Post a Comment
Please let me know