meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: বিজয় মাল্যর লুক আউট নোটিস বদলে গিয়েছিল ইনফর্ম নোটিসে, রাহুলের দাবির পরই ভুল স্বীকার সিবিআইয়ের

Followers

বিজয় মাল্যর লুক আউট নোটিস বদলে গিয়েছিল ইনফর্ম নোটিসে, রাহুলের দাবির পরই ভুল স্বীকার সিবিআইয়ের

বিজয় মাল্যর লুক আউট নোটিস বদলে গিয়েছিল ইনফর্ম নোটিসে। রাহুলের দাবির পরই ভুল স্বীকার সিবিআইয়ের। খবর সূত্রের। গতকাল রাহুল গাঁধী প্রশ্ন তোলেন, কার নির্দেশে সিবিআইয়ের লুকআউট বদলে মাল্যকে পালানোর পথ করে দেওয়া হয়েছিল? সিবিআই সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, তদন্তে সহযোগিতা করছিলেন মাল্য। জিজ্ঞাসাবাদ চলাকালীন বেশ কয়েকবার তিনি সিবিআইকে জানিয়েই বিদেশে গিয়েছিলেন। তাই কিংফিশারের মালিক পালাতে পারেন, একথা মনে হয়নি সিবিআইয়ের। ২০১৫-র অক্টোবরে সিবিআই বিজয় মাল্যর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে। সেখানে মাল্য দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটকানোর নির্দেশ ছিল। কিন্তু এক মাসের মধ্যেই, নভেম্বরে তা বদলে নতুন লুকআউট নোটিস জারি করা হয়। তাতে বলা হয়, মাল্যকে কোনও বিমানবন্দর থেকে দেশ ছাড়তে দেখা গেলে সিবিআইকে শুধুমাত্র জানালেই চলবে। তাঁকে আটকানোর প্রয়োজন নেই।

from home https://ift.tt/2xb4VWm

No comments:

Post a Comment

Please let me know