<strong>নয়াদিল্লি</strong>: দেশের সব মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আয়ুষ্মান ভারত চালু করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করল ব্রিটেনের বিখ্যাত মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যান্সেট’। একইসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে কটাক্ষ করে বলা হয়েছে, তিনি এখনও স্বাস্থ্যবিমা প্রকল্পে মোদীর সঙ্গে পাল্লা দেওয়ার উপযুক্ত হয়ে উঠতে পারেননি। ‘দ্য ল্যান্সেট’-এর প্রধান সম্পাদক রিচার্ড হর্টন একটি প্রবন্ধে লিখেছেন, ‘এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী সর্বসাধারণের জন্য অ-সংক্রামক রোগ প্রতিরোধের লক্ষ্যে স্বাস্থ্যবিমা চালু করলেন। ভারতের প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন, স্বাস্থ্যের গুরুত্ব শুধু নাগরিকদের স্বাভাবিক অধিকারই নয়, এটি ভারতের মধ্যবিত্ত শ্রেণির মানুষের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণের একটি রাজনৈতিক হাতিয়ার। অন্যদিকে, রাহুল গাঁধী কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রমাণ করতে চাইছেন, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবার এখনও ক্ষমতায় আসতে পারে। কিন্তু পিছিয়ে থাকা শ্রেণি, আদিবাসী ও গ্রামাঞ্চলের গরিবদের সাহায্যের প্রতিশ্রুতি দিলেও, তিনি এখনও মোদীকেয়ারের সঙ্গে পাল্লা দিতে পারছেন না।’ হর্টন আরও লিখেছেন, ‘ভারতে আগামী বছরের সাধারণ নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের লড়াইয়ে নির্ণায়ক ইস্যু হয়ে উঠবে স্বাস্থ্য। গত মাসে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে দেওয়া ভাষণে রাহুল চাকরির সঙ্কটের কথা উল্লেখ করেছেন। তবে দ্য ল্যান্সেটের তিনটি সংখ্যায় যে পাঁচটি পেপার প্রকাশিত হয়েছে, তাতে ভারতে স্বাস্থ্যের সঙ্কটের কথা উল্লেখ করা হয়েছে। বহু বছর ধরে অবহেলা করার পর অবশেষে ভারত সরকার স্বাস্থ্যের বিষয়ে মানুষের ক্ষোভ চিহ্নিত করতে পেরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বছর আয়ুষ্মান ভারতের মাধ্যমে একসঙ্গে দু’<em>টি প্রকল্প চালু করেছেন। একদিকে যেমন যেমন দেশের সব মানুষকে প্রাথমিক চিকি</em>ৎসা পরিষেবা দেওয়ার জন্য দেড় লক্ষ স্বাস্থ্যকেন্দ্র চালু করা হয়েছে, তেমনই পরিবারপিছু বছরে পাঁচ লক্ষ টাকার বিমা চালু করা হয়েছে। এর ফলে ১০ কোটিরও বেশি গরিব পরিবার লাভবান হচ্ছে। এই দুই প্রকল্পের ফলে দেশের মানুষের <em>চিকি</em>ৎসার খরচ কমা উচিত এবং আশা করা যায় এর ফলে সবাই স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন।’
from home https://ift.tt/2NcqcJ2
No comments:
Post a Comment
Please let me know