meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: ভারত, চিন, কোরিয়া, ভিয়েতনামে বন্ধ হোক কুকুর, বিড়ালের মাংস খাওয়া, বিল পাশ মার্কিন জনপ্রতিনিধিসভায়

Followers

ভারত, চিন, কোরিয়া, ভিয়েতনামে বন্ধ হোক কুকুর, বিড়ালের মাংস খাওয়া, বিল পাশ মার্কিন জনপ্রতিনিধিসভায়

<strong>ওয়াশিংটন</strong>: স্বদেশে এবং ভারত, চিন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামের মতো দেশগুলিতে মাংস খাওয়ার উদ্দেশ্যে কুকুর-বিড়াল হত্যা বন্ধ করা সংক্রান্ত বিল পাশ হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ জনপ্রতিনিধিসভায়। এই বিলে বলা হয়েছে, ‘কোনও সহানুভূতিশীল সমাজে এই ধরনের আচরণের জায়গা নেই। তাই কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসা বন্ধ করা উচিত। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে ৫,০০০ মার্কিন ডলার জরিমানা হবে।’ ধ্বনিভোটে এই বিল পাশ হয়ে গিয়েছে। মার্কিন কংগ্রেসের সদস্যা ক্লদিয়া টেনি বলেছেন, ‘কুকুর ও বিড়াল সাহচর্য ও মনোরঞ্জনের জন্যই থাকে। কিন্তু দুঃখজনকভাবে চিনে প্রতি বছর মানুষের খাওয়ার জন্য এক কোটি কুকুর মারা হয়। আমাদের সহানুভূতিশীল সমাজে এই ধরনের আচরণের কোনও জায়গা নেই। এই বিলে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। সব দেশকে কড়া বার্তা পাঠানো হচ্ছে যে আমরা এই অমানবিক ও নৃশংস আচরণ মেনে নেব না।’ ভারত, চিন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ছাড়াও তাইল্যান্ড, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস সহ বিভিন্ন দেশের মানুষ কুকুর ও বিড়ালের মাংস খান। এই সব দেশের সরকারকেই কুকুর ও বিড়াল হত্যা বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

from home https://ift.tt/2NaIP0g

No comments:

Post a Comment

Please let me know