<strong>শ্রীনগর</strong><strong>: </strong> জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পুলিশ ফাঁড়িতে জঙ্গি হামলা। শুক্রবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের ওই জেলার আচাবল এলাকায় পুলিশ টিমের ওপর সন্ত্রাসবাদীরা হামলা করে। তবে পুলিশকর্মীরা তা ব্যর্থ করে দেন। দুপক্ষের গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক জঙ্গি। তাকে শনাক্ত করা হয়েছে। নিহত জঙ্গি পাশের কুলগাম জেলার তাঁতেপোরা ইয়ারিপোরার বাসিন্দা, নাম বিলাব আহমেদ। পুলিশবাহিনীর জনৈক মুখপাত্র বলেন, মাসতিনেক আগে লস্কর-ই-তৈবায় যোগ দিয়েছিল বিলাল। এর আগের একটি অস্ত্র ছিনতাই মামলায়ও তার যোগাযোগ প্রমাণ হয়েছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও সাধারণ বাসিন্দাদের ওপর জোরজুলুমেও সে জড়িত ছিল। সংঘর্ষস্থল থেকে বিলালের অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান পুলিশ মুখপাত্রটি। তিনি জানান, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জখম হন এক পুলিশকর্মী। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি সুস্থ হয়ে উঠছেন। ঘটনাস্থল থেকে দুটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সম্ভবত, সেগুলি সন্ত্রাসবাদীদেরই ব্যবহার করা। পুলিশ এ ব্যাপারে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এদিকে বারামুলার সোপোরে সন্ত্রাসবাদীদের গুলিতে মারা গিয়েছেন হাকিম-উর-রহমান নামে এক নাগরিক। এদিন দুপুরে রেশিপোরা বোমাই এলাকার ওই বাসিন্দাকে টার্গেট করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। হাকিম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হুরিয়ত কনফারেন্সের সদস্য বলে দাবি একটি সূত্রের।
from home https://ift.tt/2NpVkUS
No comments:
Post a Comment
Please let me know