চেন্নাই: কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার দেশে ‘নির্বাচনী একনায়কতন্ত্র’ চালাচ্ছে বলে অভিযোগ করে ডিএমকে ঘোষণা করল, তারা নরেন্দ্র মোদীর দলের ‘গেরুয়াকরণের স্বপ্ন’ বানচাল করে দেবে। দেশের সাংবিধানিক মূল্যবোধ অক্ষুন্ন রাখতে তাঁরা যে কোনও মূল্য দিতে তৈরি বলে জানিয়েছেন ডিএমকে নেতৃত্ব। এম করুণানিধির মৃত্যুর পর দলের সভাপতি নির্বাচিত হওয়া তাঁর পুত্র এম কে স্ট্যালিনের পৌরহিত্যে ডিএমকে জেলা সম্পাদক, সাংসদ, বিধায়কদের বৈঠকে বিজেপিকে নিশানা করা হয়েছে। ২৮ আগস্ট স্ট্যালিন দলের রাশ হাতে পাওয়ার পর থেকেই ডিএমকে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে। আজ তারা রাফালে ডিল, এনইইটি, বিমুদ্রাকরণ, চলতি আর্থিক পরিস্থিতি নিয়ে মুখ খোলে। বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, বিজেপি সরকার তামিলনাড়ুর স্বার্থ উপেক্ষা করছে। দেশের বহুত্ববাদ ক্ষুন্ন হচ্ছে, সাম্প্রদায়িকতাকে চাঙ্গা করছে ওরা। এমনকী মানবাধিকার কর্মী, বিজেপি বিরোধীদের দেশবিরোধী তকমা পর্যন্ত দেওয়া হচ্ছে। ডিএমকের প্রস্তাবের অভিযোগ, বিজেপির সমালোচনা করা মিডিয়াকে ভয় দেখানো হচ্ছে, দলিত, সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে। একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে। গত ৪ বছরে নির্বাচনী স্বৈরতন্ত্র চাপিয়েছে বিজেপি, জনবিরোধী সরকার চালাচ্ছে। এটা সংসদীয় গণতন্ত্রের সামনে চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন, আয়কর দপ্তর, সিবিআইকে মতো প্রতিষ্ঠানকেও বিজেপি নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করে ডিএমকে চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টের চার শীর্ষ বিচারপতির সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভ উগরে দেওয়ার উল্লেখ করে বলেছে, বিচারবিভাগেও সঙ্কট চলছে। ডিএমকে এও বলেছে, তড়িঘড়ি নোট বাতিল করা হল, গত বছর চালু হওয়া জিএসটি নিয়েও তালগোল পাকাল। তারা টেনে এনেছে মার্কিন ডলারের তুলনায় টাকার দামের ধারাবাহিক পতনের প্রসঙ্গও যাতে জ্বালানির দাম ও কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি বাড়ছে, বলেছে, এসবের ফলে দেশের অর্থনীতি দারুণ মার খেয়েছে। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী এআইএডিএমকের যে সরকার তামিলনাড়ু শাসন করছে, তারা দুর্নীতির ঘাঁটি হয়ে উঠেছে বলে অভিযোগ করে তাকে ক্ষমতাচ্যুত করার শপথও নিয়েছে ডিএমকে।
from home https://ift.tt/2NYJNc9
No comments:
Post a Comment
Please let me know