জম্মু: আটটি শিশুকন্যা সমেত অন্তত ১৯টি ছেলেমেয়ে উদ্ধার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার এক স্বীকৃতিহীন অনাথ আশ্রম থেকে। আশ্রমের কেরল থেকে আসা এক যাজক তাদের হয়রানি ও বিরক্ত, হেনস্থা করছেন বলে কয়েকটি বাচ্চার অভিযোগের প্রেক্ষিতে সেখানে শুক্রবার হানা দেয় স্থানীয় প্রশাসন, পুলিশ। অ্যান্টনি টমাস নামে ওই প্যাস্টরকে গ্রেফতার করে শিশু, নাবালকদের যৌন নির্যাতন থেকে রক্ষা সংক্রান্ত পকসো আইনে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেন টমাস। ৫ থেকে ১৬ বছরের উদ্ধার হওয়া ছেলেমেয়েগুলিকে সরকার পরিচালিত বাল আশ্রম ও নারী নিকেতনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তারা পঞ্জাব, জম্মু ও হিমাচল প্রদেশের। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উদ্ধার অভিযান হয়েছে, আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন কাঠুয়ার এসএসপি শ্রীধর পাটিল। তিনি বলেন, বহু বছর ধরে চলছিল অনাথ আশ্রমটি। তার সঙ্গে যোগ ছিল একটি এনজিও-র। দিনকয়েক আগে অবশ্য যোগাযোগ ছিন্ন করে এনজিও-টি। সরকারি কর্তারা অনাথ আশ্রম থেকে কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছেন, উদ্ধার ছেলেমেয়েগুলিকে চিকিত্সা, কাউন্সেলিং দেওয়া হচ্ছে বলে জানান তিনি। অনাথ আশ্রমে পুলিশি অভিযান হয় কাঠুয়ার এসিপি জিতেন্দ্র মিশ্রের নেতৃত্বে। তিনি জানান, কাঠুয়ার ডেপুটি কমিশনার অনাথ আশ্রমে বাচ্চাদের হেনস্থা, নির্যাতনের বেশ কিছু অভিযোগ পাওয়ার পর অভিযান চালানোর নির্দেশ দেন। উদ্ধার ছেলেমেয়েদের পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মিশ্র জানান, টমাস তল্লাশির সময় ওই অনাথ আশ্রম চালানোর ব্যাপারে কোনও নথি পেশ করতে পারেননি। ওই আশ্রম চালানোর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রাষ্ট্রীয় বজরং দল নামে একটি গোষ্ঠীর লোকজন শনিবার জম্মু প্রেস ক্লাবের বাইরে বিক্ষোভ দেখায়, অভিযুক্তদের কঠোর সাজা চায়। ওই প্যাস্টরের কুশপুতুলও পোড়ায় তারা।
from home https://ift.tt/2CzaOlk
No comments:
Post a Comment
Please let me know