meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: জামশেদপুরকে গোময়মুক্ত করার চেষ্টা চলছে, জানালেন সরকারি আধিকারিক

Followers

জামশেদপুরকে গোময়মুক্ত করার চেষ্টা চলছে, জানালেন সরকারি আধিকারিক

জামশেদপুর: দেশের প্রথম গোময়মুক্ত শহর হিসেবে জামশেদপুরকে তুলে ধরতে চায় স্থানীয় প্রশাসন। জামশেদপুর নোটিফায়েড এরিয়া কমিটি এ কাজের দায়িত্ব দিতে চেয়ে অল্পদিন আগে টেন্ডার ডাকে। স্থানীয় দুটি সংস্থা দায়িত্ব পেয়েছে শহরকে গোময়মুক্ত করার। জামশেদপুরে ৩৫০-র ওপর বেআইনি খাটাল রয়েছে, স্থানীয়দের অভিযোগ, সবকটিই বেআইনি। রাস্তাঘাটে যেখানে সেখানে নোংরা পড়ে থাকে, অসুবিধেয় পড়েন মানুষ, অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাও থাকে। এই পরিস্থিতিতে প্রশাসন ঠিক করেছে, শহর থেকে গোময় সরানোর জন্য ব্যবস্থা নেবে তারা। যে দুটি সংস্থা এ কাজের দায়িত্ব পেয়েছে, তারা প্রতিদিন শহরে যত্রতত্র পড়ে থাকা গোময় সংগ্রহ করবে, তারপর তা নষ্ট করে ফেলা হবে। ১৫ তারিখ থেকে শুরু হবে এই কাজ। এ ধরনের কাজ দেশে এই প্রথম, সফল হলে জামশেদপুরই হবে দেশের প্রথম গোময়মুক্ত শহর। জামশেদপুর নোটিফায়েড এরিয়া কমিটি জানিয়েছে, খাটাল ও গবাদি পশুর মালিকদের প্রতি মাসে এ জন্য টাকা দিতে হবে সংশ্লিষ্ট সংস্থাদুটিকে, টাকার পরিমাণ ধার্য করবে এরিয়া কমিটি। তা ছাড়া গোবর বিক্রি, তা থেকে সার তৈরি সংক্রান্ত সব অধিকারই সংস্থাদুটির থাকবে। বদলে যৎসামান্য ফি নেবে এরিয়া কমিটি।

from home https://ift.tt/2wyTGGI

No comments:

Post a Comment

Please let me know