meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: কেন্দ্রে এনডিএ-ই ক্ষমতায় আসবে,বিজেপির ৩০-৪০ টি আসন কমতে পারে,দাবি আথাওয়ালের

Followers

কেন্দ্রে এনডিএ-ই ক্ষমতায় আসবে,বিজেপির ৩০-৪০ টি আসন কমতে পারে,দাবি আথাওয়ালের

  আহমেদাবাদ: আগামী লোকসভা নির্বাচনে বিজেপির ৩০-৪০ টা আসন কমবে। তবে এরপরও এনডিএ-ই ক্ষমতায় আসবে। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে।  সংরক্ষণ ইস্যু নিয়ে পাতিদার নেতা হার্দিক পটেল ও গুজরাত বিজেপির সঙ্গে বিবাদে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন আথাওয়ালে। শিক্ষা ও সরকারি চাকরিতে পাতিদার সম্প্রদায়ের সংরক্ষণের দাবিতে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন হার্দিক। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণমন্ত্রী আথাওয়ালে বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ৩০-৪০ আসন কম পেতে পারে। তবে এনডিএ-ই ক্ষমতায় ফিরবে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পাতিদারদের আন্দোলন সংক্রান্ত বিষয়টি সমাধান করা না হলে গুজরাতে লোকসভা নির্বাচনে ২-৩ টি আসনে হেরে যেতে পারে বিজেপি। তিনি বলেছেন, পাতিদাররা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চলে যাওয়ায় গত বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫-২০ টি আসন খুইয়েছে। এই অবস্থা বহাল থাকলে লোকসভা নির্বাচনে ২-৩ আসনে হারতে হতে পারে বিজেপিকে। আথাওয়ালে বলেছেন, তিনি হার্দিককে ফোন করে বোঝানোর চেষ্টা করবেন। একমাত্র আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে। তিনি হার্দিক ও বিজেপির মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে তৈরি বলেও জানিয়েছেন আথাওয়ালে। হার্দিক যদি রাজি থাকলে  বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিয়ে যাবেন বলেও জানিয়েছেন আথাওয়ালে। অযোধ্যায় রাম মন্দির-বাবরি মসজিদ বিতর্ক সম্পর্কে প্রশ্নের উত্তরে আথাওয়ালে দাবি করেছেন, ওই জায়গায় এক সময় বৌদ্ধ মন্দির ছিল। মাটি খণন করা হলে বৌদ্ধ-যুগের মূর্তি পাওয়া যাবে বলেও তিনি দাবি করেছেন। এরপর হিন্দুরা ওখানে মন্দির তৈরি করে। পরে মুঘলরা মসজিদ তৈরির জন্য তা ভেঙে ফেলে।  

from home https://ift.tt/2LO45Dn

No comments:

Post a Comment

Please let me know